জয় দিয়ে বিশ্বকাপ শুরু করতে চায় বাংলাদেশের মেয়েরা
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫২ এএম
তিন বছর আগে প্রথমবার নারী ওয়ানডে বিশ্বকাপে অংশ নেয় বাংলাদেশ। সেই আসরে পাকিস্তানের বিপক্ষে জয়ের স্বাদও পেয়েছিল নিগার সুলতানার দল। আজ থেকে শুরু হচ্ছে নারী ওয়ানডে বিশ্বকাপের আরেকটি আসর। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে স্বাগতিক ভারত ও শ্রীলঙ্কা। আর বাংলাদেশের প্রথম ম্যাচ পরশু, প্রতিপক্ষ আবারও পাকিস্তান। পুরোনো স্মৃতিকে পুঁজি করে জয়ে বিশ্বকাপ শুরু করার লক্ষ্য নিয়েই মাঠে নামবে বাংলাদেশ।
বিশ্বকাপ প্রস্তুতিতে এবার আন্তর্জাতিক কোনো সিরিজ খেলার সুযোগ হয়নি বাংলাদেশ নারী দলের। বিকল্প হিসেবে অনূর্ধ্ব–১৫ কিশোর দলের বিপক্ষে খেলেই প্রস্তুতি সারতে হয়েছে। তাই বিশ্বকাপে দলটির পারফরম্যান্স কেমন হবে, তা নিয়ে প্রশ্ন থাকাই স্বাভাবিক।
তবুও আত্মবিশ্বাসী অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। তিনি বলেন, অবশ্যই আমরা ম্যাচ বাই ম্যাচ পরিকল্পনা করে এগোব। আপাতত প্রথম লক্ষ্য পাকিস্তানের বিপক্ষে ম্যাচ জেতা। আন্তর্জাতিক ম্যাচ বেশি খেলার সুযোগ পাই না। তবে এত বড় ইভেন্টে ভালো দলের বিপক্ষে খেলতে পারলে জয়ও আসবে। সাধ্যমতো চেষ্টা থাকবে ম্যাচ ধরে রেখে খেলার।
প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে যাচ্ছেন পেসার মারুফা আক্তার। তাঁর ভাষায়, এটা আমার স্বপ্ন ছিল। আমি সব সময় চেষ্টা করব দলের জন্য সেরাটা দিতে।
একই প্রত্যাশা অলরাউন্ডার স্বর্ণা আক্তারেরও—এত বড় ইভেন্টে খেলার সুযোগ পেলে লক্ষ্য থাকবে নিজের সেরাটা দেওয়ার।
দলের সাফল্যকেই নিজের লক্ষ্য মনে করেন স্পিনার নাহিদা আক্তার। তিনি বলেন, আলহামদুলিল্লাহ তিন বছর পর আবার বিশ্বকাপ খেলার সামনে আছি। এটি আমার দ্বিতীয় বিশ্বকাপ। আমার ব্যক্তিগত লক্ষ্য হলো দলের জয়ে অবদান রাখা।



