এশিয়া কাপ
সুপার ফোরে ভারত-পাকিস্তান-শ্রীলঙ্কার সঙ্গে বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০১:৩১ পিএম
চলমান এশিয়া কাপের গ্রুপপর্ব শেষ হচ্ছে আজ (শুক্রবার)। বিরতি না দিয়েই আগামীকাল (শনিবার) থেকে শুরু হবে শেষ চারের লড়াই। ইতোমধ্যে নিশ্চিত হয়েছে সুপার ফোরের চার দল—ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও বাংলাদেশ।
‘বি’ গ্রুপ থেকে কে যাবে পরের রাউন্ডে, তা জানতে অপেক্ষা করতে হয়েছিল শ্রীলঙ্কা-আফগানিস্তান ম্যাচ পর্যন্ত। সেখানে হেরে বিদায় নিশ্চিত করে আফগানরা। এর ফলে শ্রীলঙ্কার সঙ্গী হয় বাংলাদেশ। অপরদিকে, ‘এ’ গ্রুপ থেকে আগেই নিশ্চিত হয় ভারত ও পাকিস্তান। যদিও পাকিস্তানকে কিছুটা লড়তে হয়েছে তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ আমিরাতের বিপক্ষে।
আজ গ্রুপপর্বের শেষ ম্যাচে ভারতের প্রতিপক্ষ ওমান। তবে আগের দুই ম্যাচ জিতে ৪ পয়েন্ট ও বিপুল নেট রানরেটে শীর্ষে থাকায় সূর্যকুমার যাদবদের জয় প্রায় নিশ্চিত ধরে নেওয়া হচ্ছে। পাকিস্তানও ৪ পয়েন্ট নিয়ে দুইয়ে রয়েছে। অন্যদিকে ওমান ও আমিরাতের বিদায় আগেই নিশ্চিত হয়েছে।
‘বি’ গ্রুপে অপরাজিত থেকে শীর্ষে শেষ করেছে শ্রীলঙ্কা। তারা তিন ম্যাচে যথাক্রমে হংকং, বাংলাদেশ ও আফগানিস্তানকে হারিয়েছে। গতকালের ম্যাচে আফগানদের ১৬৯ রানের চ্যালেঞ্জিং টার্গেটও ৮ বল হাতে রেখে সহজেই টপকে যায় কুশল মেন্ডিসরা। পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকে সুপার ফোরে পা রাখে লঙ্কানরা।
বাংলাদেশকে অবশ্য সুপার ফোরের টিকিট নিশ্চিত করতে শেষ ম্যাচে শ্রীলঙ্কার জয়ের দিকেই তাকিয়ে থাকতে হয়েছিল। দুই ম্যাচে জয় পেলেও নেট রানরেটে পিছিয়ে ছিল টাইগাররা। তবে শ্রীলঙ্কার জয়ে আফগানদের বিদায় নিশ্চিত হওয়ায় বাংলাদেশও জায়গা করে নেয় শেষ চারে। আফগানরা এক জয়ে ২ পয়েন্ট নিয়ে বিদায় নেয়, আর হংকং ৩ ম্যাচেই হেরে ছিটকে গেছে।
সুপার ফোর সূচি (সব ম্যাচ রাত ৮:৩০টা, বাংলাদেশ সময়):
২০ সেপ্টেম্বর: বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা, দুবাই
২১ সেপ্টেম্বর: ভারত বনাম পাকিস্তান, দুবাই
২৩ সেপ্টেম্বর: পাকিস্তান বনাম শ্রীলঙ্কা, আবুধাবি
২৪ সেপ্টেম্বর: বাংলাদেশ বনাম ভারত, দুবাই
২৫ সেপ্টেম্বর: বাংলাদেশ বনাম পাকিস্তান, দুবাই
২৬ সেপ্টেম্বর: ভারত বনাম শ্রীলঙ্কা, দুবাই
২৮ সেপ্টেম্বর: ফাইনাল, দুবাই



