Logo
Logo
×

খেলা

পাকিস্তান লড়াইয়ের পুঁজি পেল শাহীন আফ্রিদির ঝোড়ো ইনিংসে

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫১ পিএম

পাকিস্তান লড়াইয়ের পুঁজি পেল শাহীন আফ্রিদির ঝোড়ো ইনিংসে

ছবি-সংগৃহীত

আজ আবুধাবিতে পাকিস্তানকে ১২৭ রানে আটকানোর ম্যাচে ৩ উইকেট নিয়েছেন কুলদীপ। এই রানও পেত না পাকিস্তান।

যদি শেষ দিকে ঝোড়ো ইনিংস না খেলতেন শাহিন শাহ আফ্রিদি। কেননা আজ শুধু ৩০ বছর বয়সী লেগস্পিনারই নন, দুর্দান্ত বোলিং করেছেন ভারতীয় বোলাররাও। যার শুরুটা প্রথম ওভারের প্রথম বলেই। সাইম আইয়ুবকে প্রথম বলেই জাসপ্রিত বুমরাহর হাতে ক্যাচ বানিয়ে ভারতকে উদযাপনের মুহূর্ত এনে দেন হার্দিক পান্ডিয়া।

এবার বুমরাহর বলে ক্যাচ নেন হার্দিক। দুজনের যুগলবন্দীতে বিদায় নেন মোহাম্মদ হারিস। দলীয় ৬ রানে দুই উইকেট হারানো পাকিস্তানের শুরুর ধাক্কা সামলান শাহিবজাদা ফারহান ও ফখর জামান।

তবে ব্যক্তিগত ১৭ রানে ফখরকে আউট করে দুজনের ৩৯ রানের জুটি ভাঙেন অক্ষর প্যাটেল। ফিরতি ওভারে ফেরান পাকিস্তানের অধিনায়ক সালমান আলি আগাকেও।

পাকিস্তানের ব্যাটিং গুঁড়িয়ে দেওয়ার পরের গল্পটা কুলদীপের। ১৩তম ওভারের চতুর্থ ও পঞ্চম বলে দুই ‘নওয়াজ’ হাসান ও মোহাম্মদকে আউট করেন ভারতীয় রিস্ট স্পিনার। নিজের তৃতীয় ওভারে ফেরান পাকিস্তানের ইনিংসের এক প্রান্ত আগলে রেখে সর্বোচ্চ ৪০ রান করা ওপেনার শাহিবজাদাকে।

শেষে পাকিস্তান যে ১২৭ রানের স্কোরটা পায় তাতে মূল অবদান শাহিন শাহ আফ্রিদির। বোলিংটা মূল কাজ হলেও আজ এক ঝোড়ো ব্যাটিং করেছেন পাকিস্তানি পেসার। ২০৬.২৫ স্ট্রাইকরেটে ৩৩ রানের ইনিংস খেলেছেন তিনি। ইনিংসটি সাজিয়েছেন ৪ ছক্কায়। তাতে বলা চলে লড়াইয়ের পুঁজি পেয়েছে পাকিস্তান। কেননা সর্বশেষ দেখায় ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে ১১৯ রান করে ৬ রানের জয় পেয়েছিল ভারত। আজ পাকিস্তান পারবে কি না সেটাই দেখার বিষয়।

উল্লেখ্য, দুর্দান্ত পারফরম্যান্সটা পাকিস্তানের বিপক্ষেও ধরে রাখলেন কুলদীপ যাদব। এক ওভারে তিনসহ ম্যাচে ৪ উইকেটে নিয়ে স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতকে ৫৭ রানে অলআউট করতে অনবদ্য অবদান রেখেছিলেন চায়নাম্যান।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন