রেকর্ডবন্যায় ইংল্যান্ডের সবচেয়ে বড় টি-টোয়েন্টি জয়
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪৬ পিএম
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ বাঁচানোর ম্যাচে রেকর্ডের পর রেকর্ড গড়ে ইতিহাস গড়ল ইংল্যান্ড। ওল্ড ট্রাফোর্ডে ১৪৬ রানের বিশাল ব্যবধানে জিতে নিল তারা নিজেদের টি–টোয়েন্টি ইতিহাসের সবচেয়ে বড় জয়।
প্রথমে ব্যাট করে ইংল্যান্ড তোলে ৩০৪ রান—টি–টোয়েন্টি ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ এবং আইসিসির পূর্ণ সদস্য দেশের মধ্যে সর্বোচ্চ দলীয় সংগ্রহ। এর আগে তাদের সেরা সংগ্রহ কখনো ৩০০ ছাড়ায়নি। গড়পড়তা বোলিং আক্রমণের বিপক্ষে ব্যাটারদের আগ্রাসী ঝড়ে রেকর্ড ভাঙার এই কীর্তি আসে।
ওপেনার ফিল সল্ট খেলেন ৬০ বলে ১৪১ রানের অপরাজিত ইনিংস। ১৫টি চার ও ৮টি ছয়ে সাজানো তার ইনিংসটি ইংল্যান্ডের টি–টোয়েন্টি ইতিহাসে সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ। এর আগে সল্টেরই রেকর্ড ছিল ১১৯ রান।
ইনিংস চলাকালীন ৩৯ বলে সেঞ্চুরি করেন তিনি—যা ইংল্যান্ডের দ্রুততম শতক। আগের রেকর্ড ছিল লিয়াম লিভিংস্টোনের (৪২ বলে)।
সল্টের সঙ্গে জ্বলে ওঠেন অধিনায়ক জস বাটলারও। মাত্র ৩০ বলে ৮৩ রান করেন তিনি। হ্যারি ব্রুক ২১ বলে অপরাজিত ৪১ এবং জ্যাকব বেথেল ১৪ বলে ঝড়ো ২৬ রান যোগ করেন। ফলে দলীয় সংগ্রহ ছুঁয়ে ফেলে তিনশর কোটা।
রানের পাহাড় তাড়া করতে নেমে দক্ষিণ আফ্রিকা গুটিয়ে যায় ১৫৮ রানে। সর্বোচ্চ ৪১ রান আসে এইডেন মার্করামের ব্যাট থেকে। বিজর্ন ফরচুন করেন ৩২ রান, ট্রিস্টান স্টাবস ও ডোনোবান ফেরেইরা সমান ২৩ রান করে থেমে যান।
এই জয়ে ইংল্যান্ড শুধু সিরিজে টিকে থাকেনি, বরং টি–টোয়েন্টি ক্রিকেটে নিজেদের ইতিহাসের পাতায় সোনালি অধ্যায়ও যুক্ত করেছে।



