ছবি-সংগৃহীত
গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ভারতের জার্সিতে শেষ ম্যাচ খেলেছিলেন কুলদিপ যাদব। বছর ঘুরে এশিয়া কাপের মতো বড় মঞ্চে প্রত্যাবর্তন হলো তার।
টি-টোয়েন্টি জার্সি গায়ে তুলেই বিষ ছড়ান স্পিনে। মাত্র ১৩ বলে ৭ রান দিয়ে শিকার ধরেন চারটি। তাতেই ৫৭ রানে গুটিয়ে যায় আমিরাত।
কুলদিপের পাশাপাশি ৩ উইকেট শিকার করেন শিবম দুবে। তিনি করেন ১২ বল। রান দেন মাত্র ৪। এছাড়া জাসপ্রিত বুমরা, অক্ষর প্যাটেল ও বরুন চক্রবর্তী শিকার ধরেন একটি করে।
আমিরাতের হয়ে সর্বোচ্চ ২২ রান করেন আলিশান শারাফু। অধিনায়ক ওয়াসিম করেন ১৯ রান। এছাড়া আর কেউ দু অঙ্ক ছুঁতে পারেননি। আবুধাবিতে ৫৮ রানের লক্ষ্য কত বলে তাড়া করে ভারত, সেটিই এখন দেখার।



