মারাকানায় এস্তেভাও-পাকেতা-গুইমারেসের গোলে ব্রাজিলের দাপুটে জয়
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৫, ১০:০৫ এএম
ঐতিহাসিক মারাকানায় ঘরের মাঠে শেষ বিশ্বকাপ বাছাই ম্যাচ খেলল ব্রাজিল। কিংবদন্তি কোচ কার্লো আনচেলত্তির ইচ্ছামতো চিলির বিপক্ষে হওয়া এই লড়াইয়ে উৎসবের রাতে সেলেসাওরা জয় পেলো ৩-০ গোলে। গোল করেছেন তরুণ তারকা এস্তেভাও উইলিয়ান, অভিজ্ঞ লুকাস পাকেতা ও ব্রুনো গুইমারেস।
চিলির বিপক্ষে আগেই সবচেয়ে বেশি জয় (৫২) নিয়ে বিশ্বরেকর্ড গড়েছিল ব্রাজিল। এবার ৭৪তম মুখোমুখিতে সেই সংখ্যা বেড়ে দাঁড়াল ৫৩-এ।
ম্যাচের শুরু থেকেই দাপট দেখায় স্বাগতিকরা। ৬৪ শতাংশ বল দখলে রেখে আনচেলত্তির শিষ্যরা নেয় ২২টি শট, যার ৭টি ছিল লক্ষ্যে। বিপরীতে চিলি নেয় মাত্র ৩টি শট, একটিও লক্ষ্যে রাখতে পারেনি।
৩৭ মিনিটে আসে প্রথম গোল। রাফিনিয়ার শট ঠেকিয়ে দেন চিলি গোলরক্ষক, কিন্তু ফিরতি বলে মাথার ওপর দিয়ে শটে জাল খুঁজে পান ১৭ বছর বয়সী এস্তেভাও। কিংবদন্তি পেলের পর সবচেয়ে কম বয়সে জাতীয় দলের হয়ে গোল করার কীর্তি গড়লেন তিনি।
বিরতির পর বদলি হিসেবে নামেন লুইস হেনরিক ও লুকাস পাকেতা। তাদের সমন্বয়ে ৬৪ মিনিটে হেডে গোল করেন পাকেতা। চার মিনিট পর আবারও হেনরিকের প্রচেষ্টা থেকে গোল পান গুইমারেস।
শেষ মুহূর্তেও আক্রমণ ধরে রাখলেও আর গোল বাড়াতে পারেনি ব্রাজিল। তবুও ঘরের মাঠে শেষ বাছাই ম্যাচে ৩-০ ব্যবধানের দাপুটে জয় নিশ্চিত করে উৎসবের আবহ ছড়াল সেলেসাওরা।



