ছবি : সংগৃহীত
বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও তারকা ওপেনার তামিম ইকবাল এবার ক্রিকেট প্রশাসনে পা রাখছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, আসন্ন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
২০২৩ সালের পর জাতীয় দলের জার্সিতে আর দেখা যায়নি তামিমকে। চলতি বছরের জানুয়ারিতে তিনি আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন। দীর্ঘ খেলোয়াড়ি জীবনে দেশের ক্রিকেটে অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্ব ছিলেন তিনি।
এবার বিসিবির নির্বাচনে অংশ নিয়ে নতুন ভূমিকায় দেখা যাবে তাকে। তামিম জানিয়েছেন, তিনি সভাপতির পদে আগ্রহী হলেও তার আগে পরিচালক পদে নির্বাচিত হতে হবে। আপাতত সেই প্রক্রিয়াতেই মনোযোগ দিচ্ছেন তিনি।
সাক্ষাৎকারে তামিম বলেন, “নির্বাচনে অংশ নেওয়ার সম্ভাবনা খুব ভালো। আমি ক্রিকেটে বিনিয়োগ করেছি, দুটি ক্লাবের সঙ্গে যুক্ত আছি। কাউন্সিলর তো হবই।”
এদিকে বিসিবি নির্বাচন ঘিরে নানা আলোচনা চলছে। শোনা যাচ্ছে, ভোট পিছিয়ে দিয়ে অ্যাড-হক কমিটি গঠনের সম্ভাবনা রয়েছে। সেই ক্ষেত্রে বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল অন্তর্বর্তীকালীন দায়িত্বে থাকতে পারেন। জাতীয় ক্রীড়া পরিষদও তাকে পরিচালক হিসেবে রাখার বিষয়টি বিবেচনা করছে, যা ভবিষ্যতে তাকে সভাপতি পদে লড়ার সুযোগ দিতে পারে।
তবে বিসিবি জানিয়েছে, নির্বাচন নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে। আগামী সোমবার সিলেটে বোর্ডের গুরুত্বপূর্ণ সভায় নির্বাচনের রোডম্যাপ চূড়ান্তভাবে ঘোষণা করা হবে। দিন যত এগোচ্ছে, নির্বাচনী উত্তাপও তত বাড়ছে।



