সাকিব আল হাসান
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) ব্যাট হাতে ব্যর্থ হলেও বল হাতে লড়াই করেছেন সাকিব আল হাসান। তবে তার সেই চেষ্টা দলকে জেতাতে যথেষ্ট হয়নি। বৃহস্পতিবার (ত্রিনবাগো সময়) ত্রিনবাগো নাইট রাইডার্সের কাছে ৮ উইকেটে হেরেছে অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনস।
বড় ব্যবধানে হারলেও ৭ ম্যাচে ৩ জয় ও ৩ পরাজয়ে (একটি ম্যাচ পরিত্যক্ত) ৭ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে সাকিবের দল। অন্যদিকে, এ জয় দিয়ে চতুর্থ থেকে দুই নম্বরে উঠে এসেছে নিকোলাস পুরানের নেতৃত্বাধীন ত্রিনবাগো নাইট রাইডার্স।
প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ১৪৬ রানে থামে অ্যান্টিগার ইনিংস। দলের হয়ে ওপেনার জোয়েল অ্যান্ড্রু ৩১ বলে ৪০ রান করেন। সাকিব পাঁচে নেমে ১৪ বলে ১৩ রান করেন ২টি বাউন্ডারিতে। শেষ দিকে ইমাদ ওয়াসিম ২৫ বলে ৩৭ ও উসামা মির ২৬ বলে ৩৪ রান করে লড়াকু সংগ্রহ এনে দেন।
জবাবে ব্যাট হাতে জ্বলে ওঠেন অ্যালেক্স হেলস ও কিয়েসি কার্টি। ওপেনার কলিন মুনরো মাত্র ৯ রান করে ফেরার পর কার্টি ৪৫ বলে ৬০ (৪ চার, ২ ছক্কা) ও হেলস ৪৬ বলে অপরাজিত ৫৫ রান করে দলকে ১৮.৪ ওভারে সহজ জয় এনে দেন।
বল হাতে সাকিব ৪ ওভার বল করে ২৫ রান দিয়ে শিকার করেন ১টি উইকেট।



