Logo
Logo
×

খেলা

মেনস্ এশিয়া কাপ উপলক্ষে জার্সি উন্মোচন

Icon

স্টাফ রিপোর্টার :

প্রকাশ: ২৪ আগস্ট ২০২৫, ০৬:৪৪ পিএম

মেনস্ এশিয়া কাপ উপলক্ষে জার্সি উন্মোচন

আগামী ২৯ আগস্ট হতে ৭ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত ভারতের বিহার রাজ্যে অনুষ্ঠিতব্য ‘মেনস্ এশিয়া কাপ ২০২৫’ হকি প্রতিযোগিতায় বাংলাদেশ জাতীয় হকি দল অংশগ্রহণ করতে যাচ্ছে। উক্ত টুর্নামেন্টে অংশগ্রহণ উপলক্ষ্যে রবিবার (২৪-৮-২০২৫) ঢাকাস্থ বাংলাদেশ বিমান বাহিনী ফ্যালকন হলে বাংলাদেশ জাতীয় হকি দলের জার্সি উন্মোচন এবং ফটোসেশন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সম্মানিত বিমান বাহিনী প্রধান ও বাংলাদেশ হকি ফেডারেশনের সভাপতি এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি (Chief of Air Staff of Bangladesh Air Force and President of Bangladesh Hockey Federation Air Chief Marshal Hasan Mahmood Khan, BBP, OSP, GUP, nswc, psc)

বাংলাদেশ ছাড়াও এশিয়ার আরো ০৭টি দল- ভারত, জাপান, চীন, কাজাখস্তান, মালয়েশিয়া, কোরিয়া, চাইনিজ তাইপে এই টুর্ণামেন্টে অংশগ্রহণ করছে। বাংলাদেশ ‘বি’ গ্রুপে মালয়েশিয়া, কোরিয়া এবং চাইনিজ তাইপের সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে। এছাড়া ‘এ’ গ্রুপে রয়েছে ভারত, জাপান, চীন এবং কাজাখাস্তান।

যুব বিশ্বকাপ এর প্রশিক্ষণ ক্যাম্পের পাশাপাশি এই টুর্নামেন্টে অংশগ্রহণ উপলক্ষ্যে গত ৯ আগস্ট ২০২৫ হতে ২৬ আগস্ট ২০২৫ পর্যন্ত মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে প্রশিক্ষণ ক্যাম্পের আয়োজন করা হয়।


সম্মানিত বিমান বাহিনী প্রধান ও বাংলাদেশ হকি ফেডারেশনের সভাপতি তাঁর বক্তব্যে খেলোয়াড়দের শৃঙ্খলা, দলীয় সংহতি ও সমন্বয় অক্ষুন্ন রেখে প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য অনুপ্রেরণা প্রদান করেন। তিনি এই টুর্নামেন্টে জাতীয় হকি দল ভালো ফলাফল অর্জন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

উক্ত অনুষ্ঠানে বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং ফেডারেশনের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন