বগুড়ায় দুই কলেজ ছাত্রদলের প্রীতি ফুটবল টুর্নামেন্ট
বগুড়া অফিস:
প্রকাশ: ২৩ আগস্ট ২০২৫, ০৬:৫০ পিএম
ছবি-যুগের চিন্তা
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে বগুড়ায় ছাত্রদলের প্রীতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করা হয়েছে। টুর্নামেন্টের প্রথম খেলায় অংশ নেয় সরকারি আজিজুল হক কলেজ ছাত্রদল ও সরকারি শাহ সুলতান কলেজ ছাত্রদল।
শনিবার বিকেলে শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু হাসান। স্বাগত বক্তব্য দেন জেলা ছাত্রদল সভাপতি হাবিবুর রশিদ সন্ধান ও সাধারণ সম্পাদক এমআর হাসান পলাশ।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ফুটবল একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক রোকন সরকারের ব্যবস্থাপনায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মামদুদুর রহমান সানজাদ, শোয়েব ইসলাম অভি, মশিউর রহমান, মাহমুদুল হক, সহ-সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন, দপ্তর সম্পাদক সোহান হোসেন, শহর ছাত্রদল সভাপতি এসএস রাঙ্গা, সাধারণ সম্পাদক আতিকুর রহমান রিমন, জেলা ছাত্রদলের গণমাধ্যম সম্পাদক এমএ মহিউদ্দিনসহ দলীয় নেতারা উপস্থিত ছিলেন।
এ ছাড়া সরকারি আজিজুল হক কলেজ ছাত্রদলের আহবায়ক রাজিবুল ইসলাম শাকিল ও সদস্য সচিব রাফিউল আল আমিন, সরকারি শাহ সুলতান কলেজ ছাত্রদলের আহবায়ক হাবিবুর রহমান হিরা ও সদস্য সচিব সোহাগ হোসেনসহ দুই কলেজের নেতৃবৃন্দ অনুষ্ঠানে যোগ দেন।



