জিসান আলমের দুর্দান্ত ইনিংসের ওপর ভর করে টপ এন্ড টি–টোয়েন্টিতে জয় তুলে নিয়েছে বাংলাদেশ ‘এ’ দল। ডারউইনে আজ শনিবার নেপাল জাতীয় দলের বিপক্ষে ৩২ রানের জয় পেয়েছে মোহাম্মদ নাঈমদের দল। পাকিস্তান শাহিনসের কাছে প্রথম ম্যাচে হারার পর এটি তাদের টুর্নামেন্টে প্রথম জয়।
এদিন টস জিতে ব্যাট করতে নেমে দারুণ শুরু পায় বাংলাদেশ ‘এ’। ওপেনার জিসান আলম ও মোহাম্মদ নাঈম পাওয়ার প্লেতে এনে দেন ৫৩ রান। উদ্বোধনী জুটিতে আসে ৬২ রান, যার পরই ১৮ বলে ২৫ রান করা নাঈম লামিচানের বলে ক্যাচ দিয়ে ফিরে যান।
অন্যপ্রান্তে ঝড় তোলা জিসান ফিফটি তুলে নেন ৩৪ বলে। এরপর দ্রুত ফিরলেও ৪৬ বলের ইনিংসে ৪টি চার ও ৫টি ছক্কায় ৭৩ রানের ঝোড়ো ইনিংস খেলেন এই ওপেনার। তবে জিসানের পর ব্যাটিং ধসে পড়ে বাংলাদেশ। সাইফ হাসান (১১), নুরুল হাসান (৫), মাহিদুল ইসলাম (৭) ও তোফায়েল (৫) সবাই হতাশ করেন। একমাত্র ব্যতিক্রম ছিলেন আফিফ হোসেন। তিনি ২৩ বলে অপরাজিত ৪৮ রান করে দলের সংগ্রহ ৬ উইকেটে ১৮৬ রানে নিয়ে যান। তার ইনিংসে ছিল ৯টি চারে সাজানো দারুণ ব্যাটিং, যদিও ছক্কা ছিল না।
জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় নেপাল। দ্বিতীয় ওভারেই কুশল ভুরতেলকে ফিরিয়ে দেন হাসান মাহমুদ। এরপর রাকিবুল হাসান পাওয়ার প্লের মধ্যেই ফেরান লোকেশ বামকে (১০ বলে ১৫)। পাওয়ার প্লে শেষে নেপালের সংগ্রহ দাঁড়ায় ৪৯/২।
১০ম ওভারে রাকিবুল হোসেন হ্যাটট্রিকের সম্ভাবনা জাগান—টানা দুই বলে দীপেন্দ্র সিং ঐরী ও গুলশান ঝাকে এলবিডব্লু করেন। হ্যাটট্রিক না পেলেও ৪ ওভারে মাত্র ১৮ রান দিয়ে ৩টি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন তিনি।
নেপালের হয়ে লড়াই চালিয়ে যান কুশল মাল্লা। ৪৭ বলে ৫৯ রানে অপরাজিত থাকলেও দলকে জেতাতে পারেননি। নির্ধারিত ২০ ওভারে নেপাল থেমে যায় ১৫৪ রানে।
বাংলাদেশ ‘এ’ দলের পরবর্তী ম্যাচ আগামীকাল পার্থ স্কর্চার্স একাডেমির বিপক্ষে। ম্যাচটি বাংলাদেশ সময় দুপুর ৩টা ৩০ মিনিটে শুরু হবে।



