ছবি- সংগৃহীত
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফ্র্যাঞ্চাইজি চিটাগং কিংসের সঙ্গে চুক্তি বাতিল করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বুধবার এক আনুষ্ঠানিক বিবৃতিতে বোর্ড জানিয়েছে, চুক্তির শর্ত লঙ্ঘন এবং আর্থিক দায় পরিশোধে ব্যর্থতার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিসিবির দাবি, ২০১২ ও ২০১৩ সালের বিপিএলের প্রথম দুই আসরে চিটাগং কিংসের মালিক প্রতিষ্ঠান এসকিউ. স্পোর্টস এন্টারপ্রাইজ লিমিটেডের কাছে সুদসহ প্রায় ৪৬ কোটি টাকা (৩৭,৮২১৫৬.১৬ মার্কিন ডলার) পাওনা রয়েছে। বোর্ডের অভিযোগ, প্রতিষ্ঠানটি মিডিয়ায় ভুল তথ্য ছড়িয়ে নিজেদের দায় এড়ানোর চেষ্টা করছে।
বিবৃতিতে আরও জানানো হয়, ফ্র্যাঞ্চাইজি ফি প্রদান না করা, খেলোয়াড় ও টিম স্টাফদের বেতন বকেয়া রাখা, কর ফাঁকি এবং বিসিবির পক্ষ থেকে পরিশোধিত বিলের অর্থ ফেরত না দেওয়ার মতো একাধিক অনিয়মে জড়িত ছিল দলটি।
এদিকে বিপিএলের আগামী আসর সামনে রেখে ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান নির্বাচনের প্রক্রিয়া প্রায় চূড়ান্ত করেছে বিপিএল গভর্নিং কাউন্সিল। আবেদনকারী পাঁচ প্রতিষ্ঠানের মধ্যে পয়েন্ট ভিত্তিক মূল্যায়নে এগিয়ে রয়েছে আন্তর্জাতিক অভিজ্ঞতাসম্পন্ন প্রতিষ্ঠান আইএমজি।
আবেদনকারী প্রতিষ্ঠানগুলো হলো—অ্যাপেক্স স্পোর্টিং কনসাল্টিং, আইএমজি, রিয়াল ইমপ্যাক্ট অ্যান্ড অ্যাবসলিউট লিজেন্ডস স্পোর্টস, দ্য আইপিজি গ্রুপ এবং মাইন্ড ট্রি। বিসিবির একটি সূত্র জানিয়েছে, আইএমজির সঙ্গে তিন বছরের চুক্তি প্রায় নিশ্চিত, তবে চূড়ান্ত সিদ্ধান্তের আগে কিছু অতিরিক্ত তথ্য এসব প্রতিষ্ঠানের কাছে চাওয়া হয়েছে।
আরএস/



