ছবি- সংগৃহীত
শেষ মুহূর্তের নাটকীয়তায় টটেনহ্যামের হাত থেকে ছিনিয়ে নিয়ে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) জিতে নিল তাদের প্রথম সুপার কাপ শিরোপা। নির্ধারিত সময়ের ৮৫ মিনিট পর্যন্ত ২-০ গোলে পিছিয়ে থাকা ফরাসি ক্লাবটি ম্যাচে ফিরে আসে এবং টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে জয় নিশ্চিত করে।
ইতালির স্তাদিও ফ্রিউলিতে অনুষ্ঠিত এই ম্যাচে টটেনহ্যাম শুরু থেকেই আধিপত্য বিস্তার করে। নতুন কোচ থমাস ফ্রাঙ্কের অধীনে প্রথম প্রতিযোগিতামূলক ম্যাচে ইংলিশ ক্লাবটি প্রথমার্ধের ৩৯ মিনিটে মিকি ভ্যান ডে ভেনের গোলে এগিয়ে যায়। বিরতির তিন মিনিট পর ক্রিস্টিয়ান রোমেরো দ্বিতীয় গোলটি করে ব্যবধান দ্বিগুণ করেন।
তবে দ্বিতীয়ার্ধে বদলি খেলোয়াড়দের দুর্দান্ত পারফরম্যান্সে ম্যাচে ফিরে আসে পিএসজি। ৮৫ মিনিটে লি কাং-ইন গোল করে ব্যবধান কমান। যোগ করা সময়ের চতুর্থ মিনিটে গনসালো রামোস হেডে গোল করে সমতা ফেরান। এরপর ম্যাচ গড়ায় টাইব্রেকারে।
টাইব্রেকারে পিএসজির প্রথম শটে ভিতিনিয়া ব্যর্থ হলেও নতুন গোলরক্ষক লুকাস শেভালিয়ে ভ্যান ডে ভেনের শট রুখে দিয়ে ম্যাচে ফেরান দলকে। স্পার্সের ম্যাথিস টেল লক্ষ্যভ্রষ্ট হলে নুনো মেন্ডেস শেষ শটে গোল করে জয় নিশ্চিত করেন। পিএসজির হয়ে সফল পেনাল্টি শিকারি ছিলেন রামোস, উসমান ডেম্বেলে ও লি কাং-ইন। স্পার্সের হয়ে সোলাঙ্কে, বেন্টানকুর ও পোর্নো গোল করলেও তা জয়ের জন্য যথেষ্ট হয়নি।
এই জয়ে পিএসজি প্রথমবারের মতো সুপার কাপ শিরোপা জিতল এবং প্রথম ফরাসি ক্লাব হিসেবে এই শিরোপা ঘরে তুলল। ২০২৫ সালে তাদের শিরোপা সংখ্যা দাঁড়াল পাঁচে।
উল্লেখ্য, গত মাসে ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনালে চেলসির কাছে হারের পর মাত্র এক সপ্তাহ অনুশীলন করে এবং কোনো প্রস্তুতি ম্যাচ না খেলেই সুপার কাপে নামে পিএসজি। তবু তারা দেখিয়ে দিল, মানসিক দৃঢ়তা ও প্রতিভা থাকলে অসম্ভব কিছু নয়।



