ছবি- সংগৃহীত
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাকিস্তানের ২০২ রানের বিশাল পরাজয় দেখে হতাশ হয়েছেন শোয়েব আখতার। বিশেষ করে ব্যাটিং অর্ডারের ভেঙে পড়া তাকে ক্ষুব্ধ করেছে। ২৯৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ৯২ রানে অলআউট হওয়া পাকিস্তান দলকে ব্যঙ্গ করে তিনি বলেন, “শুকরিয়া, ওয়েস্ট ইন্ডিজ দলে প্যাট কামিন্স বা মিচেল স্টার্ক ছিল না।”
তৃতীয় ওয়ানডে শেষে শোয়েব মন্তব্য করেন, “এমন কন্ডিশনে খেললে খেলোয়াড়দের প্রকৃত মান বেরিয়ে আসে। দলে যদি মানসম্পন্ন অলরাউন্ডার, ব্যাটার, পেসার বা স্পিনার না থাকে, তাহলে ৫০ ওভার টিকতে পারবে না। সংস্করণটা কেবল খেলার জন্য খেললে এমনই হবে।”
তিনি আরও বলেন, “এটা খেলোয়াড়দের দোষ নয়, বরং দুর্বল নীতির ফল। পেস সহায়ক উইকেটে সব সময় প্রকৃত চেহারা প্রকাশ পায়। তাই পুনর্গঠনের নামে শুধু নাম বদল নয়, দরকার কার্যকর সমন্বয়।”
এই সিরিজে হেরে ৩৪ বছর পর ওয়েস্ট ইন্ডিজের কাছে সিরিজ হারল পাকিস্তান। কোচ মাইক হেসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন শোয়েব। তার ভাষায়, “হেসন ভালো টি-টোয়েন্টি কোচ হতে পারেন, কিন্তু ওয়ানডেতে তার দক্ষতা নিয়ে সন্দেহ আছে। এই সংস্করণে মানসম্পন্ন খেলোয়াড়দের না খেলালে এমন ফলই আসবে।”
আরএস/



