Logo
Logo
×

খেলা

জর্জিনাকে রোনালদোর দেয়া বাগদানের আংটির দাম কত?

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ আগস্ট ২০২৫, ০১:২০ পিএম

জর্জিনাকে রোনালদোর দেয়া বাগদানের আংটির দাম কত?

ছবি- সংগৃহীত

ক্রিশ্চিয়ানো রোনালদো ও জর্জিনা রদ্রিগেজের দীর্ঘদিনের প্রেম অবশেষে বাগদানে পরিণত হলো। ২০১৬ সালে মাদ্রিদের গুচির একটি শোরুমে প্রথম দেখা হয়েছিল তাদের, আর সেই পরিচয় থেকেই শুরু হয় এক হৃদয়গ্রাহী প্রেমকাহিনি। নয় বছর পর, ১১ আগস্ট ২০২৫ তারিখে ইনস্টাগ্রামে একটি পোস্ট দিয়ে জর্জিনা ঘোষণা দেন-রোনালদোর বিয়ের প্রস্তাবে তিনি রাজি হয়েছেন।

জর্জিনা তার বাম হাতে বিশাল এক হীরার আংটির ছবি শেয়ার করে ক্যাপশনে লেখেন, “হ্যাঁ, আমি রাজি। এই জীবনেই নয়, আমার সব জীবনে।” এই পোস্টের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার ঝড় ওঠে, বিশেষ করে আংটির দাম নিয়ে। বিশেষজ্ঞদের মতে, ওভাল আকৃতির হীরাটি ২৫ থেকে ৩০ ক্যারেটের মধ্যে হতে পারে, যার মূল্য ১ কোটি মার্কিন ডলারের বেশি—বাংলাদেশি টাকায় প্রায় ১২১ কোটি টাকা।

রোনালদো আগে থেকেই বিয়ের ইঙ্গিত দিয়েছিলেন, বিশেষ করে জর্জিনার নেটফ্লিক্স তথ্যচিত্র I Am Georgina-তে। সেখানে তিনি বলেছিলেন, “যখন সেই সঠিক মুহূর্তটা আসবে, তখনই হবে।” অবশেষে সেই মুহূর্ত এসে গেছে।

বর্তমানে তারা একসঙ্গে পাঁচ সন্তানের দায়িত্ব সামলাচ্ছেন। রোনালদোর বড় ছেলে ক্রিশ্চিয়ানো  জুনিয়র ছাড়াও তাদের রয়েছে যমজ সন্তান ইভা ও মাতেও, কন্যা আলানা মার্টিনা এবং ছোট কন্যা বেলা এস্মেরলাদা। যদিও বেলার যমজ ভাই জন্মের সময়ই মারা যায়।

আরএস/


Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন