Logo
Logo
×

খেলা

৩৪ বছর পর পাকিস্তানের বিপক্ষে সিরিজ জিতল ওয়েস্ট ইন্ডিজ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ আগস্ট ২০২৫, ০৯:৫৩ এএম

৩৪ বছর পর পাকিস্তানের বিপক্ষে সিরিজ জিতল ওয়েস্ট ইন্ডিজ

ছবি- সংগৃহীত

৩৪ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে ওয়েস্ট ইন্ডিজ অবশেষে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয় করল। সিরিজের তৃতীয় ও নির্ধারণী ম্যাচে ক্যারিবীয়রা ২০২ রানের বিশাল ব্যবধানে জয়লাভ করে, যা পাকিস্তানের বিপক্ষে তাদের সবচেয়ে বড় জয় হিসেবে রেকর্ডে জায়গা করে নিয়েছে।

ব্রায়ান লারা ক্রিকেট একাডেমিতে অনুষ্ঠিত ম্যাচে প্রথমে ব্যাট করে ওয়েস্ট ইন্ডিজ ৫০ ওভারে ৬ উইকেটে তোলে ২৯৪ রান। অধিনায়ক শাই হোপ ৯৪ বলে ১২০ রানে অপরাজিত থেকে দলকে বড় সংগ্রহ এনে দেন। তার সঙ্গে জাস্টিন গ্রিভস ২৪ বলে ৪৩ রানের ঝড়ো ইনিংস খেলেন। শেষ ৮.১ ওভারে দুজন মিলে যোগ করেন ১১০ রান।

পাকিস্তান টস জিতে ফিল্ডিং নিলেও শুরু থেকেই চাপে পড়ে যায়। জবাবে ব্যাট করতে নেমে মাত্র ২৯.২ ওভারে ৯২ রানে অলআউট হয়ে যায় সফরকারীরা।

ক্যারিবীয় পেসার জেডন সিলস মাত্র ১৮ রানে ৬ উইকেট নিয়ে পাকিস্তানের ব্যাটিং লাইনআপ ধ্বংস করে দেন। তিনি সাইম আয়ুব, আবদুল্লাহ শফিক ও মোহাম্মদ রিজওয়ানকে ফিরিয়ে দেন প্রথম স্পেলেই। এরপর বাবর আজমকে এলবিডব্লিউ করে পাকিস্তানের ব্যাটিং ধস নামান। শেষ দিকে হাসান আলি ও নাসিম শাহকে আউট করে ক্যারিয়ারসেরা বোলিং ফিগার গড়েন সিলস।

এই পারফরম্যান্সে তিনি ভেঙে দেন দক্ষিণ আফ্রিকার ডেল স্টেইনের পাকিস্তানের বিপক্ষে সেরা বোলিংয়ের রেকর্ড (৬/৩৯)। সিলসের ৬/১৮ এখন পাকিস্তানের বিপক্ষে ওয়ানডেতে সেরা বোলিং। বাঁহাতি স্পিনার গুডাকেশ মোতি নেন দুটি উইকেট এবং রোস্টন চেজ রানআউট করেন শেষ ব্যাটার আবরার আহমেদকে।

এই জয়ে ওয়েস্ট ইন্ডিজ ২-১ ব্যবধানে সিরিজ জিতে নেয়, যা ১৯৯১ সালের পর পাকিস্তানের বিপক্ষে তাদের প্রথম ওয়ানডে সিরিজ জয়।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন