ছবি-সংগৃহীত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে ১৭ রানে হারলেও দক্ষিণ আফ্রিকার তরুণ পেসার কোয়েনা মাফাকার জন্য দিনটি ছিল বিশেষ। মাত্র ১৯ বছর ১২৪ দিন বয়সে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৪ উইকেট নিয়ে নতুন এক বিশ্বরেকর্ড গড়েছেন এই ডানহাতি ফাস্ট বোলার।
৪ ওভার বল করে ২০ রানে ৪ উইকেট নেন মাফাকা। আইসিসির পূর্ণ সদস্য দেশগুলোর মধ্যে এত কম বয়সে টি-টোয়েন্টি আন্তর্জাতিকে ৪ উইকেট নেওয়ার ঘটনা এটিই প্রথম। এই রেকর্ড ভেঙে দিয়েছেন তিনি নিজ দেশেরই ওয়েন পার্নেলের, যিনি ২০০৯ সালে ১৯ বছর ৩১৮ দিন বয়সে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৩ রানে ৪ উইকেট নিয়েছিলেন।
এই তালিকায় এখন তৃতীয় স্থানে আছেন পাকিস্তানের পেসার মোহাম্মদ ওয়াসিম। তিনি ২০২১ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৪০ রানে ৪ উইকেট নিয়েছিলেন, বয়স ছিল ২০ বছর ১১০ দিন।
এছাড়াও মাফাকা এখন অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টিতে ৪ উইকেট নেওয়া সবচেয়ে কনিষ্ঠ বোলার। এর আগে এই রেকর্ডটি ছিল পাকিস্তানের স্পিনার শাদাব খানের দখলে, যিনি ২০২১ সালে ২৩ বছর ৩৮ দিন বয়সে ২৬ রানে ৪ উইকেট নিয়েছিলেন অজিদের বিপক্ষে।
মাফাকার শিকার হন টিম ডেভিড, মিচেল ওয়েন, বেন দারশুইস এবং অ্যাডাম জাম্পা। এই পারফরম্যান্সের মাধ্যমে তিনি হয়ে উঠেছেন বিশ্বের প্রথম টিনএজার বোলার, যিনি অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টিতে ৪টি উইকেট তুলে নিয়েছেন।



