Logo
Logo
×

খেলা

কোচ বাটলারের ভাবনায় কোরিয়া ম্যাচ

Icon

স্পোর্টস ডেস্ক :

প্রকাশ: ০৯ আগস্ট ২০২৫, ০২:৫৪ পিএম

কোচ বাটলারের ভাবনায় কোরিয়া ম্যাচ

ছবি - সংগৃহীত

প্রথম ম্যাচে স্বাগতিক লাওসের বিপক্ষে জয়। শুক্রবার দ্বিতীয় ম্যাচে তিমুর লেস্তেকে ৮-০ গোলে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। তৃষ্ণার হ্যাটট্রিক এবং শান্তি মার্ডির অলিম্পিক গোলে মুগ্ধ হয়েছেন বাংলাদেশ কোচ পিটার বাটলার। তবে এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের জন্য কঠিন ম্যাচ দক্ষিণ কোরিয়া।

গ্রুপ এইচের এই ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামীকাল রবিবার। এই গ্রুপে সেরা হওয়ার লড়াইয়ে বাংলাদেশের মূল প্রতিপক্ষ কোরিয়া। তাদের কাছে না হারলে সিনিয়রদের পর বয়সভিত্তিক এএফসির এ প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে খেলার টিকিট নিশ্চিত হতে পারে বাংলাদেশের।

তাই তো গতকাল ম্যাচ শেষে কোরিয়ার বিপক্ষে খেলা নিয়ে নিজের ভাবনার কথা জানিয়েছেন বাটলার, ‘এখন আমাদের প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়া। যখন আমরা কোরিয়ার বিপক্ষে খেলব, আমি মনে করি ম্যাচের ফলাফল যেটাই হোক না কেন ম্যাচটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। ম্যাচটা খেলার জন্য সবকিছুই আমাদের আছে। আমরা সেরাটা দেব। তবে আমি মনে করি, কাজগুলো ঠিকঠাক করতে আমাদের কিছু বিষয় শিখতে হবে এবং আশা করি, সেটা আমরা শিখবও।’

তিমুরের বিপক্ষে শিষ্যদের পারফরম্যান্সে তৃপ্ত বাটলার, ‘আমি মনে করি, তিমুর লেস্তেকে আমরা উড়িয়ে দিয়েছি। যদিও শুরুর ১০ মিনিট একটু অগোছালো ছিলাম। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে আমরা বেড়ে উঠেছি, আধিপত্য করেছি। পাসিংগুলো এবং বিশেষ করে সেট-পিস থেকে কিছু গোল ঠিকঠাক করতে পারলাম। শান্তির শটটি সৌভাগ্যবশত সরাসরি কর্নার থেকে জালে জড়ায়। আসলে ম্যাচে আপনাকে নিজের ভাগ্য নিজেকেই গড়ে নিতে হবে। শিখাও ছিল দুর্দান্ত। অসাধারণ। আমাদের দলে জায়গা পাওয়ার জন্য দারুণ প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে।’



Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন