Logo
Logo
×

খেলা

ক্রিকেট মাঠে ঢুকে পড়ে শিয়াল, উদ্বোধনী ম্যাচেই বিপত্তি

Icon

স্পোর্টস ডেস্ক :

প্রকাশ: ০৬ আগস্ট ২০২৫, ১২:০২ পিএম

ক্রিকেট মাঠে ঢুকে পড়ে শিয়াল, উদ্বোধনী ম্যাচেই বিপত্তি

ছবি - লন্ডনের ঐতিহাসিক লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে ঢুকেপড়া শিয়াল

ইংল্যান্ডের জনপ্রিয় ১০০-বলের ক্রিকেট টুর্নামেন্ট ‘দ্য হান্ড্রেড’-এর চলতি মৌসুমের উদ্বোধনী ম্যাচেই বিরল ও মজাদার ঘটনা ঘটেছে।

গতকাল মঙ্গলবার লন্ডনের ঐতিহাসিক লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত লন্ডন স্পিরিট ও বর্তমান চ্যাম্পিয়ন ওভাল ইনভিন্সিবলসের মধ্যকার হাইভোল্টেজ ম্যাচের মাঝেই মাঠে ঢুকে পড়েছে একটি শিয়াল। ম্যাচের উত্তাপ ছাপিয়ে শেষমেশ সংবাদের শিরোনাম হয়েছে বন্যপ্রাণীটিই।

ঘটনাটি ঘটে, যখন লন্ডন স্পিরিটের পেসার ড্যানিয়েল ওয়ারেল বল করতে যাচ্ছিলেন। ঠিক সেই সময় মাঠে দ্রুত ঢুকে পড়ে শিয়ালটি। এরপর পুরো মাঠ দৌড়ে বেড়ায় প্রাণীটিমনে হচ্ছে, নিজেরই খেলা দেখাতে এসেছে। শিয়ালটির ছোটাছুটি দেখে দর্শকরা চিৎকার আর হাসিতে ফেটে পড়েন। ধারাভাষ্যকার স্টুয়ার্ট ব্রড ও ইয়ান মর্গানও হাসি নিয়ন্ত্রণ করতে পারেননি। সামাজিক মাধ্যমেও শিয়ালটির দৌড়াদৌড়ির ভিডিও মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।

মাঠের চারদিক দৌড়ে শেষ করে অবশেষে বের হয় শিয়ালটি। পরে খেলা আবার শুরু হয়। ম্যাচে আগে ব্যাট করে ৯৪ বলে ৮০ রানে অলআউট হয় লন্ডন স্পিরিট। জবাবে ব্যাট করতে নেমে ৬৪ বলে ৬ উইকেটে জয় তুলে নেয় ওভাল ইনভিন্সিবলস।

বল হাতে দুর্দান্ত ছিলেন রশিদ খান ও সাম কারেন। দুজনেই নেন ৩টি করে উইকেট। তারা ধ্বংস করে দেন স্পিরিটের ব্যাটিং লাইনআপ, যেখানে ছিলেন তারকারা ডেভিড ওয়ার্নার, কেন উইলিয়ামসন ও অ্যাশটন টার্নার।

আফগানিস্তানের রশিদ খান ১১ রানে ৩ উইকেট নিয়ে হন ম্যাচসেরা। ম্যাচ শেষে তিনি বলেন, ‘দারুণ একটা শুরু। কয়েক মাস ধরে বোলিং করিনি। কিন্তু গত দশ বছরে যেসব অভিজ্ঞতা হয়েছে, তা অনেক কাজে দেয়।’


Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন