Logo
Logo
×

খেলা

টেস্ট চ্যাম্পিয়নশিপে ৬০০০ রানের মাইলফলকে রুট

Icon

স্পোর্টস ডেস্ক :

প্রকাশ: ০৪ আগস্ট ২০২৫, ০৯:২৪ এএম

টেস্ট চ্যাম্পিয়নশিপে ৬০০০ রানের মাইলফলকে রুট

ছবি - ইংল্যান্ডের অভিজ্ঞ ব্যাটার জো রুট

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে (ডব্লিউটিসি) প্রথম ব্যাটার হিসেবে ৬০০০ রান পূর্ণ করলেন ইংল্যান্ডের অভিজ্ঞ ব্যাটার জো রুট। ভারতের বিপক্ষে চলমান সিরিজ নির্ধারণী টেস্টে ওভালের চতুর্থ দিনে এই মাইলফলক স্পর্শ করেন তিনি।


ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসের ৪০তম ওভারে মোহাম্মদ সিরাজকে বাউন্ডারি মেরে ২৮ রানে পৌঁছান রুট, আর সেই শটেই ডব্লিউটিসিতে তার রান সংখ্যা ছুঁয়ে ফেলে ৬০০০। প্রথম ইনিংসে ২৯ রান করা রুটের দ্বিতীয় ইনিংসে এই কীর্তি গড়তে প্রয়োজন ছিল মাত্র ২৫ রান।


টেস্ট চ্যাম্পিয়নশিপের ইতিহাসে রুটই একমাত্র ব্যাটার, যিনি ৬০০০ রানের মাইলফলক ছুঁয়েছেন। এটি ছিল তার ৬৯তম ডব্লিউটিসি ম্যাচ। এ তালিকায় তার পরেই আছেন স্টিভ স্মিথ, মার্নাস লাবুশেন, বেন স্টোকস ও ট্রাভিস হেড। ইংলিশ ব্যাটারের এই রানে রয়েছে ২০টি সেঞ্চুরি ও ২২টি হাফসেঞ্চুরি, যেখানে তার গড় ৫২-এরও বেশি।


শুধু এই মাইলফলকই নয়, চলমান ভারত সিরিজে আরও কিছু ব্যক্তিগত অর্জন ছুঁয়েছেন রুট। ম্যানচেস্টার টেস্টে রাহুল দ্রাবিড়, জ্যাক ক্যালিস ও রিকি পন্টিংকে ছাড়িয়ে টেস্ট ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন তিনি। এছাড়া কুমার সাঙ্গাকারার ৩৮টি সেঞ্চুরির পাশে নিজের নাম বসিয়ে হয়েছেন যৌথভাবে চতুর্থ সর্বোচ্চ টেস্ট সেঞ্চুরি করা ব্যাটার।

বর্তমানে সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে রয়েছে ইংল্যান্ড। শেষ টেস্টে জয়ের জন্য কঠিন লক্ষ্য তাড়া করছে স্বাগতিকরা। এই লড়াইয়ে সবচেয়ে বড় ভরসা হয়ে উঠেছেন জো রুট।




Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন