Logo
Logo
×

খেলা

ফাইনালেও সেঞ্চুরি, সব পুরস্কার ডি ভিলিয়ার্সের পকেটে

Icon

স্পোর্টস ডেস্ক :

প্রকাশ: ০৩ আগস্ট ২০২৫, ০৩:০৯ পিএম

ফাইনালেও সেঞ্চুরি, সব পুরস্কার ডি ভিলিয়ার্সের পকেটে

ছবি - সংগৃহীত

এবি ডি ভিলিয়ার্স দক্ষিণ আফ্রিকানদের আক্ষেপ বাড়িয়েই দিলেন হয়তো। ৪১ বছর বয়সি এই ব্যাটসম্যান ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডসে (ডব্লুসিএল) যেভাবে খেলেছেন, তাতে দেশকে আরও অনেক কিছু দিতে পারতেন এমন আক্ষেপ বাড়ারই কথাগতকাল শনিবার টুর্নামেন্টের ফাইনালে পাকিস্তান চ্যাম্পিয়নসের বিপক্ষে ৬০ বলে ১২০ রানের অপরাজিত ইনিংস খেলেছেন তিনি। ৪৭ বলে সেঞ্চুরি পূর্ণ করা ইনিংসটিতে চার মেরেছেন ১২টি, ছক্কা ৭টি।


ফাইনালের আগে ডি ভিলিয়ার্স ঝোড়ো সেঞ্চুরি করেছিলেন অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের বিপক্ষেও। তাঁর এমন দুর্দান্ত ব্যাটিংয়ে দক্ষিণ আফ্রিকা চ্যাম্পিয়নস তো শিরোপা জিতেছেই, সেই সঙ্গে প্রায় সব ব্যক্তিগত পুরস্কারও হাতে তুলেছেন ডি ভিলিয়ার্সই।


শনিবার রাতে এজবাস্টনে অনুষ্ঠিত ফাইনালে প্রথমে ব্যাট করে পাকিস্তান চ্যাম্পিয়নস ২০ ওভারে করে ৫ উইকেটে ১৯৫। ওপেনার শারজিল খান সর্বোচ্চ ৪৪ বলে ৭৬ রান করেন। অন্যদের মধ্যে উমর আমিন ৩৬, আসিফ আলী ২৮ ও শোয়েব মালিক করেন ২০ রান।


তাড়া করতে নেমে দক্ষিণ আফ্রিকা চ্যাম্পিয়নস শুধু হাশিম আমলার উইকেটটিই হারিয়েছে। দ্বিতীয় উইকেটে জেপি ডুমিনির সঙ্গে অবিচ্ছিন্ন ১২৫ রানের জুটি গড়ে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন ডি ভিলিয়ার্স। ইনিংসের মাঝে হ্যামস্ট্রিংয়ের চোট পেলেও খেলা চালিয়ে গেছেন ‘৩৬০ ডিগ্রি’খ্যাত এই ব্যাটসম্যান। দক্ষিণ আফ্রিকা চ্যাম্পিয়নস ম্যাচ জিতে নেয় ১৯ বল হাতে রেখে।


টুর্নামেন্টে নিজের তৃতীয় সেঞ্চুরিতে শিরোপা জেতানোর পর স্বাভাবিকভাবেই ফাইনাল সেরা হয়েছেন ডি ভিলিয়ার্স। তবে এখানেই শেষ নয়, তাঁর হাতে উঠেছে মাস্টার ব্লাস্টার অব দ্য ম্যাচ, মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার আর গেম চেঞ্জার অব দ্য ম্যাচের পুরস্কারও। অর্থাৎ, এক ম্যাচেই জিতেছেন চারটি পুরস্কার। ফাইনালের একমাত্র ব্যক্তিগত পুরস্কার যেটি অন্য কেউ পেয়েছেন, সেটি হচ্ছে পাকিস্তানের শারজিলের ‘ফ্যান ফ্যাবারিট লিজেন্ড’।


এ ছাড়া টুর্নামেন্ট সর্বোচ্চ ৪৩১ রান ও ৩ সেঞ্চুরি করে ম্যান অব দ্য টুর্নামেন্টও হয়েছেন ডি ভিলিয়ার্সই। দক্ষিণ আফ্রিকা চ্যাম্পিয়নস শিরোপা জিতে পেয়েছে ২ লাখ মার্কিন ডলার, রানার্সআপ পাকিস্তান ১ লাখ মার্কিন ডলার।


Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন