Logo
Logo
×

খেলা

এক ওভারে ৪৫ রানের বিশ্ব রেকর্ড

Icon

স্পোর্টস ডেস্ক :

প্রকাশ: ০৩ আগস্ট ২০২৫, ০৯:১৭ এএম

এক ওভারে ৪৫ রানের বিশ্ব রেকর্ড

ছবি - আফগানিস্তানের তারকা ওপেনার উসমান গনি

এক ওভারে ৪৫ রান সংগ্রহ করে বিশ্ব রেকর্ড গড়েছেন আফগানিস্তানের তারকা ওপেনার উসমান গনি। যা ইতোপূর্বে কেউ কখনো চিন্তাও করতে পারেননি।  ইংল্যান্ডের টি-টেন লিগে ব্যাটিং তাণ্ডব চালিয়ে এই রেকর্ড গড়েন উসমান গনি। মাত্র ৪৩ বলে ১৭টি ছক্কা আর ১১টি চারের সাহায্যে ১৫৩ রানে নজির গড়েন তিনি। 

শুক্রবার (১ আগস্ট) ইসিএস টি-টেন লিগে মুখোমুখি হয় লন্ডন কাউন্টি ক্রিকেট বনাম গিলফোর্ড। এই ম্যাচে লন্ডন কাউন্টির হয়ে খেলেন আফগান ওপেনার উসমান গনি। এক ওভারেই তিনি ৪৫ রান সংগ্রহ করেন। 

গিলফোর্ডের বোলার বিল এর্নির ওভারে উসমান এই রেকর্ড গড়েন। এর্নির ওই ওভারে উসমান ৫টি ছক্কা এবং ৩টি চার হাঁকিয়ে ৪২ রানের রেকর্ড গড়েন। পাশাপাশি ওই ওভারে ২টি নো বল এবং একটি ওয়াইড বল করেন এর্নি। যার ফলে, তিনটি রানও যোগ হয়ে মোট রান সংখ্যা দাঁড়ায় ৪৫।

পেশাদার ক্রিকেটে এটা অবশ্যই এক ওভারে সর্বাধিক রানের বিশ্ব রেকর্ড। ইতোপূর্বে আর কোনো ব্যাটারই ৬ বলে এত বেশি রান করতে পারেননি। 

২৮ বছর বয়সি উসমান গনি আফগানিস্তান ক্রিকেট দলের ওপেনার। ২০১৪ সালে ওয়ানডে ক্রিকেটে তার অভিষেক হয়। ২০১৫ সালে তিনি প্রথম আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেন। আফগানিস্তানের হয়ে তিনি এখন পর্যন্ত ১৭টি ওয়ানডে এবং ৩৫টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। 

গিলফোর্ডের বিরুদ্ধে এদিন উসমান মাত্র ৪৩ বলে ১৫৩ রানের বিধ্বংসী ইনিংস খেলেন। এই ইনিংসে ১৭টি ছক্কা আর ১১ চারের সাহায্যে ৩৫৫.৮১ স্ট্রাইক রেটে ওই রান করেন উসমান গনি।

তার এমন বিধ্বংসী ব্যাটিংয়ে লন্ডন কাউন্টি ১০ ওভারে ২২৬ রানের পাহাড় গড়ে। উসমান গনির ওপেনিং পার্টনার ছিলেন ইসমাইল ওয়াহারমানি। তিনি ১৯ বলে ৬১ রান করেন।

টার্গেট তাড়া করতে নেমে গিলফোর্ড ১০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৫৫ রান করতে সক্ষম হয়। লন্ডন কাউন্টি ৭১ রানে জয়লাভ করে।


Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন