ছবি - নাইটওয়াচম্যান হিসেবে মাঠে নেমেই রেকর্ড গড়েন আকাশ দীপ
হারলেই সিরিজ হাতছাড়া, জিতলে সিরিজে ড্র করার সুযোগ। এমন কঠিন সমীকরণ সামনে রেখে ওভাল টেস্টে খেলতে নামে ভারতীয় ক্রিকেট দল। গাস অ্যাটকিনসনের গতির শিকার হয়ে প্রথম ইনিংসে ২২৪ রানে অলআউট হয়ে যায় ভারত। দলের হয়ে সর্বোচ্চ ৫৭ রান করেন করুন নায়ার। অ্যাটকিনসন ৫ উইকেট শিকার করেন। ৩ উইকেট নেন জশ টাঙ্গুই।
জবাবে ব্যাটিংয়ে নেমে মোহাম্মদ সিরাজ ও প্রসিদ্ধ কৃষ্ণার গতির শিকার হয়ে ২৪৭ রানে অলআউট হয় ইংল্যান্ড। দলের হয়ে সর্বোচ্চ ৬৪ রান করেন ওপেনার জ্যাক ক্রলি। এছাড়া ৫৩ রান করেন হ্যারি ব্রুকস । ভারতের হয়ে ৪টি করে উইকেট ভাগাভাগি করেন মোহাম্মদ সিরাজ ও প্রসিদ্ধ কৃষ্ণা।
২৩ রানে পিছিয়ে থেকে শুক্রবার দ্বিতীয় দিনের খেলা শেষ হওয়ার ঠিক ৪ বল আগে উইকেট হারান সাঁই সুদর্শন। তিনি দলীয় ৭০ রানে দ্বিতীয় ব্যাটার হিসেবে আউট হওয়ার পর দ্বিতীয় দিনের অন্তিম সেশনে নাইটওয়াচম্যান হিসেবে আকাশ দীপকে মাঠে নামান ভারতীয় দলের প্রধান কোচ গৌতম গম্ভীর।
আর নাইটওয়াচম্যান হিসেবে মাঠে নেমেই রেকর্ড গড়েন আকাশ দীপ। তৃতীয় উইকেটে জশস্বী জয়সওয়ালের সঙ্গে গড়েছেন ১০৭ রানের জুটি। দলীয় ১৭৭ রানে তৃতীয় ব্যাটার হিসেবে আকাশ দীপ যখন আউট হন; তখন তার নামের পাশে জ্বলজ্বল করছে ৬৬ রান। ৯৪ বল মোকাবেলা করে ১২টি বাউন্ডারির সাহায্যে রেকর্ড গড়া এই ইনিংস খেলেন এই অলরাউন্ডার।
২০০০ সালের পর থেকে মাত্র চতুর্থ ভারতীয় ব্যাটসম্যান হিসেবে ৪ নম্বরে খেলতে নেমে ৫০ কিংবা তার বেশি রান করেছেন আকাশ দীপ। তার আগে এই রেকর্ড গড়েছিলেন শচীন টেন্ডুলকার, বিরাট কোহলি এবং শুভমান গিল।
ইংল্যান্ড সফরে আকাশ দীপ ইতোপূর্বে এজবাস্টন টেস্টে খেলেছিলেন। তারপর আবারও ওভাল টেস্টে তাকে সুযোগ দেওয়া হয়েছে। এখনো পর্যন্ত দুই ম্য়াচে তিনি যথেষ্ট ভালো পারফরম্য়ান্স করেছেন। ওভাল টেস্টে হাফসেঞ্চুরি করার পর একটি বিশেষ তালিকায় আকাশ দীপ নিজের নাম লিখিয়েছেন।
টেস্ট ক্রিকেট ইতিহাসে আকাশ দীপ ভারতের তৃতীয় খেলোয়াড়, যিনি বিদেশের মাটিতে ১০ উইকেট শিকার করার পাশাপাশি ৫০+ রান করেছেন। আকাশ দীপের আগে এই কৃতিত্ব অর্জন করেছেন ইরফান পাঠান এবং রবিচন্দ্রন অশ্বিন।



