Logo
Logo
×

খেলা

বিপিএলে বরিশাল বিভাগের কোচ হলেন আশরাফুল

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০২ আগস্ট ২০২৫, ০৭:৪২ পিএম

বিপিএলে বরিশাল বিভাগের কোচ হলেন আশরাফুল

ছবি- সংগৃহীত

ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর কোচিং পেশায় যুক্ত হয়েছেন মোহাম্মদ আশরাফুল। বিপিএলে রংপুর রাইডার্সের সঙ্গে কাজ করার পর এবার জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) আসন্ন আসরে বরিশাল বিভাগের কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি।

টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান আকরাম খান গণমাধ্যমকে জানান, বরিশাল দলকে ঘিরে নতুন পরিকল্পনা নেওয়া হয়েছে এবং আশরাফুলকে কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি বলেন, “আশরাফুল আমাদের সেরা ক্রিকেটারদের একজন। সে নিজেই কোচ হওয়ার আগ্রহ দেখিয়েছে। যেহেতু সে বরিশালে দুই বছর খেলেছে, তাই তাকে কোচ হিসেবে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।”

আকরাম খান আরও জানান, সাবেক জাতীয় দলের ক্রিকেটার সেলিম, রোকন, আফতাবসহ অন্যদের সাথেও যোগাযোগ করা হচ্ছে। তারা যদি সময় পান এবং আগ্রহ দেখান, তাহলে ছোট ছোট টুর্নামেন্টে তাদের যুক্ত করা হবে। এতে তরুণ ক্রিকেটাররা উপকৃত হবে বলে মনে করেন তিনি।

আঞ্চলিক ক্রিকেট উন্নয়নের অংশ হিসেবে আকরাম জানান, আগামী ২৭ আগস্ট চট্টগ্রামে প্রথমবারের মতো রিজিওনাল টি-টোয়েন্টি টুর্নামেন্ট শুরু হবে। চট্টগ্রাম বিভাগের ১১টি জেলা এতে অংশ নেবে। এখান থেকে ভালো পারফর্মাররা জাতীয় পর্যায়ে সুযোগ পেতে পারেন।

বরিশাল বিভাগের ক্রিকেটারদের মধ্যে চলমান দ্বন্দ্ব প্রসঙ্গে আকরাম বলেন, “আমরা বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছি। খেলোয়াড়রা ম্যানেজার, কোচ, অধিনায়ক নিয়ে অসন্তুষ্ট—এটা অন্য কোনো বিভাগে দেখা যায় না। আমরা সিদ্ধান্ত নিয়েছি, বিষয়টি মনিটর করব। যদি খেলায় প্রভাব পড়ে বা সম্মানহানি হয়, তাহলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

তিনি আরও জানান, আগামী কয়েক দিনের মধ্যে প্রতিটি বিভাগের ম্যানেজারদের ডেকে গাইডলাইন দেওয়া হবে। কেউ দায়িত্ব পালনে ব্যর্থ হলে ভবিষ্যতে তাদের আর দায়িত্ব দেওয়া হবে না।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন