ছবি- সংগৃহীত
অবসরের পথে হাঁটছেন অনেকেই, কিন্তু ক্রিশ্চিয়ানো রোনালদোর যেন থামার কোনো ইচ্ছেই নেই। বয়স ৪০ ছুঁইছুঁই, তবু মাঠে তার দৌড়ঝাঁপে কোনো ঘাটতি নেই। শুধু দৌড়ানই না, দলের জয়ে বড় ভূমিকা রাখছেন এই পর্তুগিজ মহাতারকা।
নতুন মৌসুম শুরুর আগে গ্রীষ্মকালীন প্রস্তুতি ম্যাচে ফরাসি ক্লাব তুলুজের বিপক্ষে ২-১ ব্যবধানে জয় পেয়েছে আল নাসর। ম্যাচের শুরুতে পিছিয়ে পড়লেও রোনালদো ও মোহাম্মেদ মারানের গোলে ঘুরে দাঁড়ায় সৌদি ক্লাবটি।
ম্যাচ শেষে রোনালদো শুধু জয় উদযাপনেই থেমে থাকেননি, দিয়েছেন হুংকারও। ক্লাবের সঙ্গে নতুন করে দুই বছরের চুক্তি করার পর তিনি লিখেছেন,“ক্ষুধা এখনো মেটেনি। এখনো কাজ বাকি। আমরা সবে শুরু করেছি।”
এই ম্যাচ দিয়েই আল নাসরের হয়ে অভিষেক হয়েছে রোনালদোর জাতীয় দলের সতীর্থ জোয়া ফেলিক্সের। চেলসি থেকে দুই বছরের চুক্তিতে যোগ দিয়েছেন তিনি।
রোনালদোর এই অদম্য মানসিকতা যেন বয়সকে হার মানিয়ে বারবার প্রমাণ করে দিচ্ছে- সত্যিকারের রাজারা কখনো থামেন না।



