ছবি - সংগৃহীত
সিডনি অপেরা হাউসের বিপরীত পাশে ট্রফির সঙ্গে দাঁড়িয়ে ১১ দেশের খেলোয়াড়, কোচ ও কর্মকর্তা। অস্ট্রেলিয়ার সিডনিতে আজ নারী এশিয়ান কাপের ড্রয়ে যোগ দিতে কোনো কোনো দেশের অধিনায়ক, কোচ আবার কোনো দেশের অফিসিয়ালরা গিয়েছেন। ঐতিহাসিক মুহূর্তটাকে ধরে রাখতে অনেকে সেলফি তুলেছেন। এমন মঞ্চে নেই প্রথমবারের মতো মেয়েদের এশিয়ান কাপে খেলা বাংলাদেশের কেউই।
এশিয়ান ফুটবল কনফেডারেশন থেকে বাংলাদেশের কোচ পিটার বাটলার ও অধিনায়ক আফঈদা খন্দকারকে আমন্ত্রণ জানানো হলেও অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের ব্যস্ততার দোহাই দিয়ে কাউকেই পাঠায়নি বাংলাদেশ ফুটবল ফেডারেশন। ১২ দলের ড্র অনুষ্ঠানে একমাত্র বাংলাদেশেরই কোনো প্রতিনিধি ছিল না; এতে বাফুফের পেশাদারিত্ব নিয়ে প্রশ্ন উঠেছে।
বাংলাদেশ সময় আজ বিকেল ৩টায় সিডনিতে অনুষ্ঠিত হবে মেয়েদের এশিয়ান কাপের ড্র। আসরটি মাঠে গড়াবে আগামী ১-২১ মার্চ, অস্ট্রেলিয়ার তিন শহরে।
প্রতিবেশী দেশ ভারতের খেলোয়াড় সানজিতা বাসফোর ট্রফির পাশে দাঁড়িয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তাঁর কাছে এটা যে অনেক বড় সম্মানের। সেই সম্মানটি নিজেরাই নেননি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কর্তারা। নারী ফুটবল কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার গতকাল এ উত্তর দিয়েছেন, ‘কেউ যায়নি।’ কেন বাংলাদেশের কোনো প্রতিনিধি অস্ট্রেলিয়ায় পাঠানো হয়নি– এই বিষয়ে জানতে চাইলে বাফুফের এই সদস্যের কাছ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি।
মেয়েদের এশিয়ান কাপের ড্রয়ে বাংলাদেশের কেউ না থাকার পেছনে বাফুফে সহসভাপতি ফাহাদ করিম সামনে এনেছেন অনূর্ধ্ব-২০ দলের লাওস সফরকে, ‘এএফসি থেকে আমাদের কোচ ও অধিনায়ককে আমন্ত্রণ জানানো হয়েছিল। কিন্তু যতদূর জানি আগামী ১ আগস্ট লাওসে অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপ বাছাই পর্ব খেলতে যাবে বাংলাদেশের মেয়েরা। আর অস্ট্রেলিয়া তো অনেক দূর। আমরা হিসাব করে দেখলাম সেখানে যাওয়া-আসা মিলিয়ে প্রায় চার দিন লাগবে। বর্তমানে মেয়েদের ক্যাম্প চলছে। সব মিলিয়ে আমরা সিদ্ধান্ত নিলাম কাউকে পাঠাব না। এর পরও কোচকে অনুরোধ করেছিলাম; তবে বাটলার জানিয়েছেন তিনি মেয়েদের প্রস্তুতিতে সময় দেবেন।’
বয়সভিত্তিক দলের খেলার জন্য জাতীয় দলের বড় অনুষ্ঠানে কোনো প্রতিনিধি না পাঠানো কতটা যুক্তিসংগত, তা নিয়ে প্রশ্ন উঠেছে। অধিনায়ক আফঈদা খন্দকার ছাড়াও সিনিয়র দলের অন্য কোনো ফুটবলারকে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে অস্ট্রেলিয়া পাঠানো যেত। আর পৃথিবীর কোনো দেশে এমন নজির আছে কিনা যে জাতীয় দলের অধিনায়ক যিনি, তিনি আবার অনূর্ধ্ব-২০ দলের নেতা। ড্রয়ের অনুষ্ঠানে যেখানে অংশগ্রহণকারী দলগুলোর অধিনায়কদের সম্মানিত করা হবে, সেখানে বাংলাদেশের খেলোয়াড়রা ঢাকায় বসে তা উপভোগ করবেন!
নারী এশিয়ান কাপ বাছাইয়ের দলগুলোকে চারটি পটে ভাগ করা হয়েছে। এক নম্বর পটে স্বাগতিক অস্ট্রেলিয়া, জাপান ও উত্তর কোরিয়া। দুই নম্বর পটে আছে চীন, দক্ষিণ কোরিয়া ও ভিয়েতনাম। পট তিনের দলগুলো হলো ফিলিপাইন, চায়নিজ তাইপে ও উজবেকিস্তান। বাংলাদেশ পড়েছে চার নম্বর পটে। তাদের সঙ্গে এই পটে আছে ভারত ও ইরান। তার মানে ড্রয়ে বাংলাদেশের গ্রুপে ভারত বা ইরান পড়বে না।



