Logo
Logo
×

খেলা

বগুড়ায় ইয়ং টাইগার চ্যালেঞ্জ ট্রফি’র উদ্বোধন

Icon

বগুড়া অফিস :

প্রকাশ: ২৫ জুলাই ২০২৫, ০৬:০৬ পিএম

বগুড়ায় ইয়ং টাইগার চ্যালেঞ্জ ট্রফি’র উদ্বোধন

ছবি-যুগের চিন্তা

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আয়োজনে ‘ইয়ং টাইগার চ্যালেঞ্জ ট্রফি ২০২৫২৬’ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে বগুড়ায়। শুক্রবার সকালে শহীদ চান্দু স্টেডিয়ামে এই টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করেন বগুড়ার জেলা প্রশাসক হোসনা আফরোজ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিসিবির ক্রিকেট অপারেশন্স বিভাগের প্রধান ও জাতীয় দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাসার সুমন। আরও উপস্থিত ছিলেন বগুড়ার পুলিশ সুপার জেদান আল মুসা, পিপিএম; জাতীয় দলের সাবেক ক্রিকেটার জাভেদ ওমর বেলিম এবং বয়সভিত্তিক দলের নির্বাচক ও সাবেক ক্রিকেটার হাসিবুল হোসেন শান্ত। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রীড়া সংগঠক এসোসিয়েশনের সেক্রেটারি আমিনুল হক দেওয়ান সজল, জেলা ক্রীড়া অফিসার আলমগীর হোসেন এবং জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটির সদস্য খাজা আবু হায়াত হিরু, মোস্তফা মোঘল ও হাসান মোল্লা। এ ছাড়া ভেন্যু ম্যানেজার জামিলুর রহমান জামিল এবং অংশগ্রহণকারী দলগুলোর কোচ ও খেলোয়াড়রা উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন।

রাজশাহী বিভাগের ৮টি দল নিয়ে আয়োজিত এই টুর্নামেন্টের প্রথম পর্ব অনুষ্ঠিত হচ্ছে দুটি ভেন্যুবগুড়া ও রাজশাহীতে। বগুড়া ভেন্যুতে খেলছে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ ও জয়পুরহাট জেলা দল। অপরদিকে, রাজশাহী ভেন্যুতে অংশ নিচ্ছে বিভাগের বাকি চারটি জেলা।

বৃহস্পতিবার রাতের টানা ভারী বৃষ্টিতে শহীদ চান্দু স্টেডিয়ামের মাঠ ভিজে যাওয়ায় শুক্রবার খেলা নির্ধারিত সময়ের চেয়ে অনেক পরে শুরু হয়। দুপুর ১টা ৪৫ মিনিটে (দুপুর ২টার কিছু আগে) রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ জেলার মধ্যকার ম্যাচ দিয়ে বগুড়া পর্বের খেলা শুরু হয়। টসে জিতে রাজশাহী দল প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়।

উল্লেখ্য, বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবারই প্রথম অনূর্ধ্ব-১৬ ও অনূর্ধ্ব-১৮ দলের ক্রিকেটারদের সমন্বয়েইয়ং টাইগার চ্যালেঞ্জ ট্রফিটুর্নামেন্ট আয়োজন করেছেবিসিবির এই উদ্যোগে দেশের প্রতিভাবান তরুণ ক্রিকেটাররা নিয়মিত খেলার সুযোগ পাবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন অতিথিরা

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন