Logo
Logo
×

খেলা

টি-টোয়েন্টি র‌্যাংকিং : শীর্ষ দশে মোস্তাফিজ, ইমন-তামিম-জাকের-শরিফুলের বড় লাফ

Icon

স্পোর্টস ডেস্ক :

প্রকাশ: ২৩ জুলাই ২০২৫, ০৪:২১ পিএম

টি-টোয়েন্টি র‌্যাংকিং : শীর্ষ দশে মোস্তাফিজ, ইমন-তামিম-জাকের-শরিফুলের বড় লাফ

ছবি - দুই পেসার মোস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম এবং তানজিদ হাসান তামিম ও জাকের আলী অনিক

টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে ভালো সময় পার করছে বাংলাদেশ। টানা দু-দুটি সিরিজ জয় করেছে টাইগাররা, সঙ্গে রয়েছে একটানা চারটি ম্যাচ জয়ের রেকর্ডও।

শ্রীলঙ্কার মাটিতে পিছিয়ে পড়েও দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে ২-১ ব্যবধানে সিরিজ জিতেছিল লিটন দাসের দল। সেই সফর থেকে ফিরে মাত্র তিনদিনের বিরতি নিয়ে ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে আবারও সিরিজের সোনালি ট্রফি জিতেছে লাল-সবুজবাহিনী, তাও আবার এক ম্যাচ হাতে রেখে।

এসব সিরিজে দুর্দান্ত পারফরম্যান্স করেন বাংলাদেশের ক্রিকেটাররা। তাদের দলগত প্রচেষ্টায়ই নতুন ইতিহাস লিখেছে বাংলাদেশ। কেননা এর আগে এই দুই দেশের কোনোটির বিপক্ষেই কখনো সিরিজ জয়ের রেকর্ড ছিল না টাইগারদের।

টাইগারদের ভালো খেলার স্বীকৃতি মিলেছে টি-টোয়েন্টি র‌্যাংকিংয়েও। হালনাগাদ করা র‌্যাংকিংয়ে দেখা গেছে, উল্লেখযোগ্যভাবে উন্নতি হয়েছে দুই পেসার মোস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলামের। আর ব্যাট হাতে দ্যুতি ছড়িয়ে র‌্যাংকিংয়ে অনেক দূর এগিয়েছেন তানজিদ হাসান তামিম ও জাকের আলী অনিক। এছাড়া স্পিন অলরাউন্ডার হিসেবে উন্নতি হয়েছে শেখ মেহেদীর।

মোস্তাফিজ বোলারদের র‌্যাংকিংয়ে শীর্ষ দশে জায়গা দখল করেছেন। পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম দুই টি-টোয়েন্টিতে কিপটে বোলিংয়ের পাশাপাশিউইকেট শিকার করে এক লাফে ১৭ ধাপ এগিয়েছেন বাঁহাতি টাইগার পেসার

বর্তমানে বোলারদের র‌্যাংকিংয়ে নবম স্থানে রয়েছেন মোস্তাফিজশীর্ষ ১০ বোলারের তালিকায় আরও আছেন আদিল রশিদ, বরুণ চক্রবর্তী, আকিল হোসেইন, অ্যাডাম জাম্পা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, রবি বিষ্ণুই, রশিদ খান ও অর্শদিপ সিং। শীর্ষ দশ থেকে ছিটকে গেছেন শ্রীলঙ্কার মাহিশ থিকশানা।

আরেক বাঁহাতি পেসার শরিফুল উন্নতি করেছেন ১৪ ধাপ। বর্তমানে বোলারদের তালিকায় ৪৩তম স্থানে রয়েছেন ২৪ বছর বয়সী টাইগার পেসার।

বোলারদের র‌্যাংকিংয়েও শীর্ষ বিশে আছেন শেখ মেহেদী ও রিশাদ হোসেন। শেখ মেহেদী হাসান ৯ ধাপ এগিয়ে ১৬তম স্থানে উঠে এসেছেন। রিশাদ হোসেন ৩ ধাপ পেছালেও ২০ নম্বরে অবস্থান করছেন।

ব্যাটিং র‌্যাংকিংয়ে ১৮ ধাপ উন্নতি হয়েছে বাঁহাতি তানজিদ হাসান তামিমের। বর্তমানে ৩৭তম স্থানে অবস্থানে রয়েছেন গতকাল মঙ্গলবার পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে একাদশে না থাকা ২৪ বছর বয়সী এই ব্যাটার।

মঙ্গলবার পাকিস্তানের বিপক্ষে জয়ের নায়ক জাকের আলী অনিকও এক লাফে ১৭ ধাপ উন্নতি করেছেন। বর্তমানে র‌্যাংকিংয়ের ৫৩তম স্থানটি নিউজিল্যান্ডের ডেভন কনওয়ের সঙ্গে যৌথভাবে ভাগাভাগি করছেন ডানহাতি এই মিডলঅর্ডার।




Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন