Logo
Logo
×

খেলা

বিমান বিধ্বস্ত : বিসিবি-বাফুফে ও খেলোয়াড়দের শোক

Icon

স্পোর্টস ডেস্ক :

প্রকাশ: ২১ জুলাই ২০২৫, ০৭:১৯ পিএম

বিমান বিধ্বস্ত : বিসিবি-বাফুফে ও খেলোয়াড়দের শোক

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক‍্যাম্পাসে বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় ১৯ জন মারা গেছেন। অন্তত ১৫০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। যাদের অধিকাংশই শিক্ষার্থী। সোমবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ফায়ার সার্ভিসের মহাপরিচালক মুহাম্মদ জাহেদ কামাল।

উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এক বার্তায় শোক প্রকাশ করেছে। এছাড়া বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ) মর্মান্তিক এ দুর্ঘটনায় শোক প্রকাশ করেছে। শোক জানিয়েছে বাংলাদেশ কাবাডি ফেডারেশনও।

বাফুফে সভাপতি তাবিথ আউয়াল এক বার্তায় বলেন- উত্তরার মাইলস্টোন স্কুলে ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনার খবরে আমরা গভীরভাবে শোকাহত ও ব্যথিত। এই শোকের মুহূর্তে আমরা নিহত ও আহতদের পরিবারের সকল সদস্য এবং বাংলাদেশ বিমান বাহিনীর সদস্যদের প্রতি গভীর সমবেদনা ও সংহতি প্রকাশ করছি।

এছাড়া ক্রিকেট, ফুটবলসহ বিভিন্ন ক্রীড়াঙ্গনের সাবেক ও বর্তমান খেলোয়াড়রা শোক প্রকাশ করেছেন এবং নিহত ও আহতদের পরিবারের শোক সহ্য করার প্রার্থনা করেছেন। জাতীয় দলের সাবেক ক্রিকেটার তামিম ইকবাল সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে লিখেছেন- যা হয়েছে ও হচ্ছে, সবকিছুই প্রচণ্ড বেদনাদায়ক। আমাদের হৃদয় ভেঙে যাচ্ছে, আমরা বিধ্বস্ত। ওরা আমাদের বাচ্চা। ওদের জন্য আমাদের সবটুকু প্রার্থনা।

টি-২০ অধিনায়ক লিটন দাস লিখেছেন- উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের মর্মান্তিক ঘটনার শিকার সবাইকে জানাই আমাদের প্রার্থনা ও গভীর সমবেদনা। সান্ত্বনা ও শক্তি পৌঁছে যাক হতাহতদের পরিবারের কাছে।’

জাতীয় দলের আরেক ক্রিকেটার তাইজুল ইসলামও একই কথা লিখেছেন। তার ফেসবুক পেজে তিনি লিখেছেন, ‘উত্তরা মাইলস্টোন কলেজের জন্য প্রার্থনা।’ রোববার (২০ জুলাই) পাকিস্তানের বিপক্ষে হাফ-সেঞ্চুরি করা পারভেজ হোসেন ইমনও শোক প্রকাশ করেছেন। ফেসবুকে তিনি লিখেছেন, ‘মাইলস্টোনের জন্য প্রার্থনা, আল্লাহ।’

এছাড়া জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি মর্তুজা শোক প্রকাশ করেছেন। জাতীয় দলের ক্রিকেটার মুস্তাফিজুর রহমান,তাইজুল ইসলামরা শোকবার্তা দিয়েছেন। তাসকিন আহমেদ কালো প্রোফাইল দিয়ে লিখেছেন- বিমান দুর্ঘটনায় আহত ও দগ্ধ সবাইকে রহমতের চাদরে ঢেকে রাখুন।




Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন