Logo
Logo
×

খেলা

আইসিসিতে যুক্ত হলো নতুন দুই দেশ

Icon

স্পোর্টস ডেস্ক :

প্রকাশ: ২০ জুলাই ২০২৫, ০৮:৫৪ পিএম

আইসিসিতে যুক্ত হলো নতুন দুই দেশ

ছবি - সিঙ্গাপুরে আইসিসির নির্বাহী কমিটির সভা

সিঙ্গাপুরে অনুষ্ঠিত হলো আইসিসির নির্বাহী কমিটির সভা। যেখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যার মধ্যে অন্যতম, দুটি দেশকে যুক্ত করা হয়েছে আইসিসি পরিবারে। পূর্ব তিমুর ও জাম্বিয়াকে দেওয়া হয়েছে আইসিসি সহযোগী দেশের মর্যাদা।

আইসিসি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ‘নতুন দুটি দেশকে নিয়ে আইসিসি পরিবারের সদস্যসংখ্যা হলো এখন ১১০টি। নতুন দুটি সহযোগী সদস্যদেশ হচ্ছে পূর্ব তিমুর ক্রিকেট অ্যাসোসিয়েশন ও জাম্বিয়া ক্রিকেট ইউনিয়ন।’

উল্লেখ্য, আইসিসির সহযোগী সদস্যদের টি-টোয়েন্টি মর্যাদা রয়েছে। তাদের খেলা টি-টোয়েন্টিগুলো আন্তর্জাতিক ম্যাচ হিসেবে গণ্য করা হয়।

আইসিসি সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘এছাড়া মি. গুরুমূর্তি পালানি (ফ্রান্স ক্রিকেট), মি. অনুরাগ ভাটনগর (ক্রিকেট হংকং, চীন) এবং মি. গুরদীপ ক্লেয়ার (ক্রিকেট কানাডা) আইসিসি প্রধান নির্বাহী কমিটিতে (সিইসি) সহযোগী সদস্য প্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়েছেন।’

আইসিসির বিদায়ী প্রধান নির্বাহী জিওফ অ্যালার্ডিস এবং বিদায়ী সিইসি সদস্য সুমোদ দামোদর (বতসোয়ানা ক্রিকেট অ্যাসোসিয়েশন), রাশপাল বাজওয়া (ক্রিকেট কানাডা) এবং উমাইর বাটকে (ক্রিকেট ডেনমার্ক) বিশ্বব্যাপী খেলাধুলায় অবদানের জন্য আনুষ্ঠানিকভাবে ধন্যবাদ জানানো হয়।


Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন