ডানা কাপে অংশ নিতে স্কলাসটিকা ফুটবল টিমের ডেনমার্ক যাত্রা
অনলাইন ডেস্ক :
প্রকাশ: ২০ জুলাই ২০২৫, ০৭:৪৩ পিএম
ছবি - ডানা কাপে অংশ নেওয়ার জন্য স্কলাসটিকা উত্তরা সিনিয়র শাখার ১২ সদস্যের ফুটবল টিম
বিশ্বের অন্যতম প্রধান আন্তর্জাতিক যুব ফুটবল টুর্নামেন্ট ডানা কাপে অংশ নেওয়ার জন্য স্কলাসটিকা উত্তরা সিনিয়র শাখার ১২ সদস্যের এক ফুটবল টিম ডেনমার্কে গেছেন।
শনিবার রাতে কাতার এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ডেনামার্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছে ফুটবল টিমটি।
স্কলাসটিকা ফুটবল টিম ডেনমার্কের হিজিং শহরে মঙ্গলবার প্রথমে নরওয়ের আউস্ট্রোত ইদ্রেতাসলাগ-১ দলের মুখোমুখি হবে। পরে একই দেশের লুংদাল স্পোর্টস ক্লাবের যুবদলের সঙ্গে খেলবে।
রায়হান আমিনের নেতৃত্বে ফুটবল টিমের অন্য খেলোয়াড়রা হলেন- আয়ান মেহেদি, ফায়াজ আহমেদ রাফি, মাসিয়াত-ই ইলাহি, জাবির বিন আজাদ, মির্জা মোহম্মদ শাইয়ান, রাইয়ান মুজিব ফুয়াদ, মোহম্মদ তহা গাগাই, রিয়াদ ইসলাম ও মাবরুর-উল হক। এছাড়া টিম লিডার হিসাবে রয়েছেন জহির রায়হান এবং কোচ মোহম্মদ ফারুকুল ইসলাম।
স্কলাসটিকা উত্তরা সিনিয়র শাখার অধ্যক্ষ ফারাহ সোফিয়া আহমেদ জানান, তাদের ফুটবল দল প্রতি বছরই ডানা কাপে অংশ নেয়। তবে করোনার কারণে কয়েক বছর বন্ধ থাকার পর এই প্রথম এ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টে অংশ নিচ্ছে।
তিনি আরও জানান, এটাই প্রথমবার স্কুলের ফুটবল দল ডানা কাপে অংশ নিচ্ছে। প্রতি বছর পাঁচ দিনব্যাপী এই টুর্নামেন্টে ৪৫টি দেশের ১,০০০-এরও বেশি দল এবং প্রায় ২০,০০০ ফুটবল খেলোয়াড় অংশগ্রহণ করে। সংবাদ বিজ্ঞপ্তি



