Logo
Logo
×

খেলা

টি-টোয়েন্টিতে ১৭ বছরের ক্রিকেটারের কীর্তি : হ্যাটট্রিকসহ ৫ উইকেট

Icon

স্পোর্টস ডেস্ক :

প্রকাশ: ১৯ জুলাই ২০২৫, ০৪:১১ পিএম

টি-টোয়েন্টিতে ১৭ বছরের ক্রিকেটারের কীর্তি : হ্যাটট্রিকসহ ৫ উইকেট

ছবি - কনিষ্ঠতম বোলার হিসাবে দুই রেকর্ড গড়লেন ফারহান

বয়স মাত্র ১৭। এই বয়সেই বল হাতে একের পর এক কীর্তি গড়ে চলেছেন ফারহান আহমেদ। বিশেষ করে কাউন্টি ক্রিকেটে ল্যাঙ্কাশায়ারকে দেখলেই জ্বলে উঠছেন এই অফ স্পিনার। গত মৌসুমে নটিংহ্যামশায়ারের হয়ে ল্যাঙ্কাশায়ারের বিপক্ষে ১০ উইকেট নিয়েছিলেন তিনি। এবার সেই দলের বিরুদ্ধেই হ্যাটট্রিকসহ ৫ উইকেট নিলেন। বিশ্বের কনিষ্ঠতম বোলার হিসাবে এই দুই রেকর্ড গড়লেন ফারহান।

ফারহানের স্পিন বুঝতে পারছেন না ল্যাঙ্কাশায়ারের ব্যাটাররা। তা প্রথম শ্রেণির ক্রিকেট হোক বা টি-টোয়েন্টি। শুক্রবার ভাইটালিটি ব্লাস্টের ম্যাচে ল্যাঙ্কাশায়ারের মুখোমুখি হয়েছিল নটিংহ্যামশায়ার।

এই ম্যাচে ২৫ রানে ৫ উইকেট নিয়েছেন তরুণ স্পিনার। করেছেন হ্যাটট্রিকও। তার দাপটের সামনে ফিল সল্ট, জস বাটলারদের মতো ক্রিকেটারও সুবিধা করতে পারেননি। ল্যাঙ্কাশায়ারের ইনিংসের ২০তম ওভারের শেষ তিন বলে ফারহান পরপর আউট করেছেন লুক উড, টম অ্যাসপিনওয়াল এবং মিচেল স্ট্যানলিকে।

১২৬ রানেই শেষ হয়ে যায় ল্যাঙ্কাশায়ারের ইনিংস। নটিংহ্যামশায়ারের প্রথম বোলার হিসাবে টি-২০ ক্রিকেটে হ্যাটট্রিক করার রেকর্ড গড়েছেন ফারহান। জবাবে ১৫.২ ওভারে নটিংহ্যামশায়ার করে ৬ উইকেটে ১২৭। ৪ উইকেটে জয় নিয়ে মাঠ ছাড়ে ফারহানের দল।

গত মৌসুমে ১৬ বছর বয়সে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয় ফারহানের। প্রথম মৌসুমেই নজর কাড়েন। ইংল্যান্ডের কনিষ্ঠতম বোলার হিসাবে প্রথম শ্রেণির ম্যাচে ১০ উইকেট নেন। ল্যাঙ্কাশায়ারের বিরুদ্ধেই এই কীর্তি গড়েছিলেন তরুণ ক্রিকেটার।


Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন