Logo
Logo
×

খেলা

দক্ষিণ আফ্রিকায় বিশাল জয় বাংলাদেশের যুবাদের

Icon

স্পোর্টস ডেস্ক :

প্রকাশ: ১৭ জুলাই ২০২৫, ০৯:২৯ পিএম

দক্ষিণ আফ্রিকায় বিশাল জয় বাংলাদেশের যুবাদের

ছবি সংগৃহীত

প্রস্তুতি ম্যাচেও বিশাল জয় পেয়েছিল। সেই ধারাবাহিকতা ধরে রেখে এবার প্রথম ওয়ানডেতেও দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলকে নাকাল করল বাংলাদেশ যুবদল।

বেনোনিতে সিরিজের প্রথম ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকাকে ১৩০ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। এই জয়ে তিন ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে যুবারা।

উইলোমোরপার্কে টস হেরে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ২৮৫ রানের চ্যালেঞ্জিং পুঁজি দাঁড় করায় বাংলাদেশ। ওপেনার জাওয়াদ আবরার ৬১ বলে ৯ চার আর ২ ছক্কায় খেলেন ৭০ রানের মারকুটে ইনিংস।

হাফসেঞ্চুরি করেছেন মিডলঅর্ডারের রিজান হোসেন আর উইকেটরক্ষক মোহাম্মদ আবদুল্লাহও। রিজান ৫৫ বলে ৬৩ আর আবদুল্লাহ ৭৬ বলে খেলেন ৬৩ রানের ইনিংস। এছাড়া অধিনায়ক আজিজুল হাকিম তামিমের ব্যাট থেকে আসে ২৬ রান।

জবাবে টাইগার যুবাদের তেপে ৩২.১ ওভারে ১৫৫ রানেই গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকার ইনিংস। ওপেনার এবং অধিনায়ক মোহাম্মদ বুলবুলিয়া করেন ৭২ রান। বাকিরা কেউ ত্রিশের ঘরও ছুঁতে পারেননি।

যুবা পেসার ইকবাল হোসেন ইমন ২৬ রান দিয়ে নেন ৩টি উইকেট। একটি করে উইকেট শিকার আজিজুল হাকিম, রিজান হোসেন আর দেবাশীষ দেবার।


Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন