ছবি - উইকেট শিকারের পর মাহেদীর উদযাপন
ইনিংসের শেষ ওভারে শরীফুলের ওপর একটি ঝড়ই বয়ে গেল। বাঁহাতি এই পেসার ২০তম ওভারে দিয়েছেন ২২ রান। শানাকা তাঁর বলে দুটি চারের সঙ্গে মেরেছেন দুটি ছক্কাও, যার একটি ১০২ মিটারের। তাতে শ্রীলঙ্কা ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৩২ রান তুলতে পেরেছে।
অবশ্য শ্রীলঙ্কাকে ১৩২ রানে আটকাতে পেরে খুশিই হওয়ার কথা লিটনদের। টি–টোয়েন্টিতে এই রান তো আর বড় কোনো সংগ্রহ নয়।
শ্রীলঙ্কার বড় সংগ্রহ তুলতে পারেনি স্পিনার মেহেদী হাসানের কারণে। ৪ ওভারে ১১ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন এই স্পিনার। মোস্তাফিজ ৪ ওভারে রান দিয়েছেন ১৭, উইকেট নিয়েছেন একটি।
বাংলাদেশ একাদশ : লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন, তাওহিদ হৃদয়, শামীম হোসেন, জাকের আলি, শেখ মাহেদী হাসান, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম ও তানজিম হাসান।
শ্রীলঙ্কার একাদশ : পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস, কুশল পেরেরা, দিনেশ চান্ডিমাল, কামিন্দু মেন্ডিস, চারিথা আশালঙ্কা, দাশুন শানাকা, মহেশ থিকসানা, জেফরি ভ্যান্ডারসে, বিনোরা ফার্নান্দো, নুয়ান থুসারা।



