ছবি - ঢাকায় পাকিস্তান ক্রিকেট দল
সমতায় থাকা সিরিজের শেষ ম্যাচ জিততে এখন কলম্বোয় ছক কষছে বাংলাদেশ। এর মধ্যেই টি-টোয়েন্টি সিরিজ খেলতে প্রায় চার বছর পর ঢাকায় চলে এসেছে পাকিস্তান দল। আইসিসি ভবিষ্যৎ সফরসূচির (এফটিপি) বাইরে তিনটি ম্যাচ খেলতে বুধবার সকালে বাংলাদেশে পৌঁছায় পাকিস্তান দলের প্রথম বহর। বিকেলের ফ্লাইটে আসার কথা বাকি সদস্যদের।
দুই দেশের ক্রিকেট বোর্ডের সম্পর্ক উন্নয়নের অংশ হিসেবে এফটিপির বাইরে হবে তিন ম্যাচের সিরিজটি। সেই অভিযানে স্বাগতিক দলের দেশে ফেরার আগেই বাংলাদেশে চলে এলো পাকিস্তান। অধিনায়ক সালমান আলি আগা, ফাখার জামানসহ প্রথম বহরে আসেন সাত ক্রিকেটার ও টিম ম্যানেজমেন্ট সদস্যরা।
মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আগামী ২০, ২২ ও ২৪ জুলাই হবে ম্যাচ তিনটি। প্রতিটি ম্যাচ শুরু সন্ধ্যা ৬টায়।
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে বুধবার সন্ধ্যায় শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ নির্ধারণী টি-টোয়েন্টি খেলতে নামবে লিটন কুমার দাসের নেতৃত্বাধীন দল। বৃহস্পতিবার দেশে ফেরার কথা রয়েছে তাদের।
মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বৃহস্পতিবার ঐচ্ছিক অনুশীলন করার কথা সফরকারীদের। শুক্রবার থেকে পুরোদমে সিরিজের প্রস্তুতিতে নামবে তারা। নিজ দেশেও অনুশীলন ক্যাম্প করে এসেছেন সালমান, ফাখার, সাইম আইয়ুবরা। করাচিতে সাত দিনের ক্যাম্পে নিজেদের মধ্যে ভাগ হয়ে দুটি প্রস্তুতি ম্যাচ খেলেছেন পাকিস্তানের ক্রিকেটাররা।
সবশেষ ২০২১ সালে বাংলাদেশে খেলে গেছে পাকিস্তান। সেবার তিন ম্যাচের টি-টোয়েন্টি ও দুই ম্যাচের টেস্ট সিরিজে স্বাগতিকদের হোয়াইটওয়াশ করে তারা। গত মে-জুন মাসে ঘরের মাঠেও বাংলাদেশকে তিন টি-টোয়েন্টিতে হারায় পাকিস্তান।
তাই বাংলাদেশের সামনে এবার হোয়াইটওয়াশের জবাব দেওয়ার সুযোগ।



