Logo
Logo
×

খেলা

টেস্ট অধিনায়ক হতে চান তাইজুল

Icon

স্পোর্টস ডেস্ক :

প্রকাশ: ১৫ জুলাই ২০২৫, ০২:১০ পিএম

টেস্ট অধিনায়ক হতে চান তাইজুল

ছবি - সংগৃহীত

শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ শেষ হতেই হুট করেই অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দেন নাজমুল হোসেন শান্ত। এরপর থেকেই জল্পনা চলছে, কে হবেন টাইগারদের পরবর্তী লাল বলের নেতা। এখন পর্যন্ত বিসিবি নতুন অধিনায়কের নাম ঘোষণা করেনি। এর মধ্যেই নিজের আগ্রহের কথা প্রকাশ করেছেন দলের অন্যতম অভিজ্ঞ ক্রিকেটার, বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম।


ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট ‘ক্রিকবাজ’-কে দেওয়া সাক্ষাৎকারে তাইজুল বলেন, ‘অধিনায়কের সিদ্ধান্তকে গুরুত্ব দেওয়া উচিত। দল যখন অধিনায়কের ওপর আস্থা রাখে, তখন ফল ভালো হয়। যদি (নেতৃত্বের) সুযোগ আসে, আমি কেন না বলব? আমার অভিজ্ঞতা আছে, এমন কোনো দিক নেই যেটা আমার মধ্যে অনুপস্থিত।’


তবে নেতৃত্বের বিষয়ে প্রলুব্ধ নন জানিয়ে তিনি যোগ করেন, ‘আমি বলছি না যে অধিনায়কত্ব চাই, তবে যদি দায়িত্ব দেওয়া হয়, সেটা পালনে আমি প্রস্তুত।’


নেতৃত্ব কেমন হওয়া উচিত, সে বিষয়েও মত দিয়েছেন এই অভিজ্ঞ ক্রিকেটার। বলেছেন, ‘টেস্ট অধিনায়কত্ব কোনো গ্ল্যামারাস কিছু নয়। একজন অধিনায়কের দৃষ্টিভঙ্গি থাকা দরকার, সে কেমন দল চায়, দুই বছর পর দলকে কোথায় দেখতে চায় এই লক্ষ্য ঠিক করাই আসল।’ তবে সিদ্ধান্তটি টিম ম্যানেজমেন্ট ও বোর্ড কর্মকর্তাদের হাতেই ছেড়ে দিয়েছেন তাইজুল।


বাংলাদেশের টেস্ট ইতিহাসে অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি সাফল্য এসেছে সদ্য দায়িত্ব ছেড়ে দেওয়া শান্তর হাত ধরে। ১৪ টেস্টে ৪ জয়, এক ড্র ও ৯টি হারে তার সাফল্যের হার ২৮.৫৭ শতাংশ। তার পরেই আছেন সাকিব আল হাসান (১৯ টেস্টে ৪ জয়) ও মুশফিকুর রহিম (৩৪ টেস্টে ৭ জয়)। তবে ধারাবাহিক পারফরম্যান্সের কারণে অভিজ্ঞতায় এগিয়ে থাকা তাইজুলও এখন আলোচনায়।


জানা যায়, টেস্ট ও ওয়ানডেতে আলাদা অধিনায়ক রাখার পক্ষেই মত দিচ্ছেন অনেকেই। মেহেদী হাসান মিরাজের নাম বিবেচনায় থাকলেও তাকে আপাতত ওয়ানডের দায়িত্বই দেওয়া হয়েছে। এমন অবস্থায় টেস্ট দলে তাইজুলের অভিজ্ঞতা, ধারাবাহিক পারফরম্যান্স এবং একাদশে তার নিশ্চিত অবস্থান তাকে করে তুলছে নেতৃত্বের সম্ভাব্য প্রার্থী।


তাইজুলও বাস্তব দিকগুলো তুলে ধরেন, ‘বয়স ও অভিজ্ঞতা, দুটোই এখন আমার পক্ষে কাজ করছে। ২০২১ সালের আগে দেশের বাইরে খুব বেশি টেস্ট খেলার সুযোগ পাইনি। তবে এখন অভিজ্ঞতা বাড়ছে, পারফরম্যান্সও উন্নত হচ্ছে।’


তিনি আরও বলেন, ‘নতুন কেউ দলে এসেই পারফর্ম করবে, এটা কঠিন। সময় দিতে হবে। আলহামদুলিল্লাহ, আমি সেই সময় পেয়েছি এবং উন্নতিও করছি।’


এখন সিদ্ধান্ত বোর্ডের তারা কি অভিজ্ঞতাকে গুরুত্ব দেবে, নাকি তরুণ নেতৃত্বে আস্থা রাখবে সেটাই দেখার বিষয়।


Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন