Logo
Logo
×

খেলা

শামীমকে সাহসী থাকার পরামর্শ নান্নু-বাশারের

Icon

স্পোর্টস ডেস্ক :

প্রকাশ: ১৫ জুলাই ২০২৫, ১১:০০ এএম

শামীমকে সাহসী থাকার পরামর্শ নান্নু-বাশারের

ছবি - শামীম হোসেন পাটোয়ারী

ছোটখাটো গড়নের হলেও ক্ষিপ্রতা আছে। ফাঁকায় বল ঠেলে প্রান্ত বদল করেন চোখের পলকে। এককথায় স্ট্রাইক রোটেট করায় দক্ষ শামীম হোসেন পাটোয়ারী। নিরাপদ জায়গা দিয়ে যেমন বল সীমানায় পাঠাতে পারেন, তেমনি হাওয়ায় ভাসিয়ে গ্যালারির দিকে আছড়ে ফেলতে জানেন। স্কুপ শটের সঙ্গে রিভার্স স্কুপ খেলাও রপ্ত করে নিয়েছেন মোটামুটি। স্কিল ভালো হওয়ায় যে কোনো বোলারের বল সাহস নিয়ে খেলতে পারেন তিনি। এ কারণে শামীমের ব্যাটিংকে বলা হচ্ছে টি২০-এর জন্য আদর্শ। জাতীয় দলের সাবেক দুই অধিনায়ক মিনহাজুল আবেদীন নান্নু ও হাবিবুল বাশার মনে করেন শট খেলার স্বাধীনতা দেওয়া হলে ভালো করবেন উদীয়মান এ ক্রিকেটার।


শামীম টি২০ অভিষেকেই ঝলক দেখিয়েছিলেন ২২৩.০৭ স্ট্রাইকরেটে ব্যাট করে। ২০২১ সালে হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে ১৪ বলে করেছিলেন ২৯ রান। পর পর দুই ম্যাচে ২০০ প্লাস স্ট্রাইকরেটে ব্যাট করে পাওয়ার হিটিংয়ের নমুনা দেখিয়েছিলেন চার বছর আগে। যদিও তাঁর ব্যাটের সেই পাওয়ার বেশিদিন দেখা যায়নি। অভিষেক সিরিজের পরের সাত ম্যাচে ছিলেন সাদামাটা। ২০২২ সালে জাতীয় দলেই জায়গা হয়নি। ২০২৩ সাল থেকে জাতীয় দলে আসা-যাওয়ার ভেতরে থাকলেও এখন কিছুটা নিয়মিত।


মাহমুদউল্লাহ রিয়াদ অবসর নেওয়ায় শামীমকে ছয়-সাত নম্বর পজিশনে জন্য গড়ে তোলার চেষ্টা করছে বিসিবি। শ্রীলঙ্কার বিপক্ষে গত দুই ম্যাচে যেভাবে ব্যাটিং করেছেন, তাতে ক্যারিয়ারের শুরুর সিরিজের সঙ্গে কিছুটা মিল পাওয়া যায়। হাবিবুল বাশার মনে করেন দলের সমর্থন পেলে শামীম আরও ভালো করবেন, ‘ও যে ধরনের ব্যাটিং করে, ওকে সাহস দেওয়াটা জরুরি; ওর ভেতরে যেন সংশয় তৈরি না হয়। এ ব্যাপারে সতর্ক থাকতে হবে। তাওহীদ হৃদয়ের মধ্যে যেমন সংশয় তৈরি হয়েছে, সেটা যেন শামীমকে আক্রান্ত না করে। হৃদয় শুরুতে যে রকম ব্যাটিং করত, এখন সে রকম করছে না। সে সংশয়ের মধ্যে আছে। এ রকম আক্রমণাত্মক ব্যাটারদের ব্যাপারে আমাদের সতর্ক থাকা দরকারকারণ তারা ভিন্ন ধাঁচের খেলোয়াড়।’


অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের খেলোয়াড় শামীমের ভেতরে বড় হওয়ার স্বপ্ন আছেডাম্বুলায় সিরিজে ফেরার ম্যাচে লিটন কুমার দাসের সঙ্গে ৭৭ রানের কার্যকর একটি জুটি করেছিলেন। তাঁর শটের বৈচিত্র্য নিয়ে বাশারের মত হলো, ‘টি২০ সংস্করণে রান করতে হলে একটা বলের বিপরীতে তিন-চার রকম শট থাকতে জানতে হবে। এই সংস্করণে নিরাপদ ক্রিকেট খেলে লাভ নেই। কিছু কিছু সময় বক্সের বাইরে গিয়ে খেলতে হবে। শামীম ওইটা পারে।’


সাবেক প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন শামীমকে বেসিক স্কিলে উন্নতি করার পরামর্শ দেন। তাঁর মতে, শামীম বেসিক শটে উন্নতি করলে যে কোনো দিকে খেলতে পারবেন। উৎকৃষ্ট মানের একজন আন্তর্জাতিক ব্যাটার হয়ে উঠতে পারবেন।


Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন