Logo
Logo
×

খেলা

১১ রানের মধ্যে ৪ উইকেটের পতন, লিড পেল না ভারত

Icon

স্পোর্টস ডেস্ক :

প্রকাশ: ১৩ জুলাই ২০২৫, ১০:৪১ এএম

১১ রানের মধ্যে ৪ উইকেটের পতন, লিড পেল না ভারত

ছবি - সংগৃহীত

লর্ডস টেস্টে নিজেদের প্রথম ইনিংসের শেষ দিকে ১১ রানের মধ্যে ৪ উইকেট হারিয়েছে ভারত। এতে শুভমান গিলের দল প্রথম ইনিংসে থামে ৩৮৭ রানে। এর আগে প্রথম ইনিংসে ৩৮৭ রানে করেছিল ইংল্যান্ডও। যে কারণে এই ইনিংসে সম্ভাবনা থাকার পরও কোনো লিড পায়নি ভারতীয়রা।


ভারত অলআউট হওয়ার পর দিনের বাকি সময়ে দ্বিতীয় ইনিংস শুরু করে এক ওভার ব্যাট করেছে ইংল্যান্ড। কোনো উইকেট না হারিয়েরান করে তৃতীয় দিনের খেলা শেষ করেছে ইংলিশরা। অর্থাৎ স্বাগতিকদের লিড এখন ২ রানের।


প্রথম ইনিংসে ৬ উইকেটেই ৩৭৬ রান করেছিল ভারত। কিন্তু ক্রিস ওকসের বলে উইকেটরক্ষক জেমি স্মিথের বলে রবীন্দ্র জাদেজা আউট হওয়ার পর দ্রুত বাকি ৩ উইকেটও হারিয়ে ৩৮৭ রানে গুটিয়ে যায় ভারত। ১৩১ বলে ৭২ রান করে সাজঘরে ফেরেন জাদেজা।


৩ উইকেটে ১৪৫ রান নিয়ে দিনের খেলা শুরু করা ভারতের হয়ে ১০০ রান করেন লোকেশ রাহুল। এটি টেস্ট ক্যারিয়ারের দশম সেঞ্চুরি ডানহাতি ব্যাটারের। রিশাভ পান্ত ৭৪, করুন নাইর ৪০ ও নিতীশ কুমার রেড্ডি ৩০ রান করেন।


বল হাতে ইংল্যান্ডের হয়ে ৩ উইকেট শিকার করেন ক্রিস ওকস। ২টি করে উইকেট নেন জোফরা আরচার ও বেন স্টোকস। শোয়েব বশির ও ব্রাইডন কার্স নেন ১টি করে উইকেট।


Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন