Logo
Logo
×

খেলা

বাবর-রিজওয়ানদের ছাড়াই বাংলাদেশে আসছে পাকিস্তান

Icon

স্পোর্টস ডেস্ক :

প্রকাশ: ০৮ জুলাই ২০২৫, ০২:২৪ পিএম

বাবর-রিজওয়ানদের ছাড়াই বাংলাদেশে আসছে পাকিস্তান

ছবি - সংগৃহীত

বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের তিন টি-টোয়েন্টি সিরিজের জন্য স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ১৫ সদস্যের এই স্কোয়াডে নেই বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, শাহীন শাহ আফ্রিদিরা। আগের সিরিজের মতো এবারও নেতৃত্বে আছেন মিডল-অর্ডার ব্যাটার সালমান আলী আঘা। তবে ইনজুরির কারণে দল থেকে ছিটকে গেছেন সহ-অধিনায়ক শাদাব খান এবং পেসার হারিস রউফ।

এদিকে প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন বাঁহাতি পেসার সালমান মির্জা। ৩১ বছর বয়সি এই পেসার চলতি বছরের পিএসএলে লাহোর কালান্দার্সের হয়ে খেলেছিলেন ৪টি ম্যাচ। যেখানে ১৫ গড়ে ও প্রায় ৯.৬৪ রান রেট দিয়ে শিকার করেছিলেন ৯টি উইকেট। সেই পারফরম্যান্সের পুরস্কার হিসেবেই সুযোগ মিলেছে জাতীয় দলে।

এর আগে গত মে মাসে বাংলাদেশ সফরে গিয়েছিল পাকিস্তান ‘বি’ দল। বাবর-রিজওয়ানদের ছাড়াই সেবার ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করে সফর শেষ করেছিল তারা। এবার বাংলাদেশ সফরেও একই কৌশল নিয়েই মাঠে নামছে পাকিস্তান।

২০, ২২ এবং ২৪ জুলাই, সিরিজের তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

পাকিস্তানের টি-টোয়েন্টি স্কোয়াড : সালমান আলী আঘা (অধিনায়ক), আবরার আহমেদ, আহমেদ দানিয়াল, ফাহিম আশরাফ, ফখর জামান, হাসান নেওয়াজ, হোসাইন তালাত, খুশদিল শাহ, আব্বাস আফ্রিদি, মোহাম্মদ হারিস (উইকেটকিপার), মোহাম্মদ নেওয়াজ, শাহিবজাদা ফারহান, সায়েম আইয়ুব, সালমান মির্জা ও সুফিয়ান মোকিম।


Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন