Logo
Logo
×

খেলা

মেসির জোড়া গোলে দুর্দান্ত প্রত্যাবর্তন মায়ামির

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৬ জুলাই ২০২৫, ১২:১৯ পিএম

মেসির জোড়া গোলে দুর্দান্ত প্রত্যাবর্তন মায়ামির

ছবি- সংগৃহীত

ক্লাব বিশ্বকাপের রোমাঞ্চ শেষে ঘরের মাঠে ফিরেই চেনা ছন্দে ফিরলেন লিওনেল মেসি। শনিবার (৫ জুলাই) মেজর লিগ সকারে সিএফ মন্ট্রিয়ালের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্সে জোড়া গোল ও একটি অ্যাসিস্ট করে ইন্টার মায়ামিকে ৪-১ ব্যবধানে জয় এনে দেন আর্জেন্টাইন মহাতারকা।

ম্যাচের শুরুটা অবশ্য ছিল হতাশাজনক। দ্বিতীয় মিনিটেই মেসির ভুল পাস থেকে প্রিন্স ওউসু গোল করে মন্ট্রিয়ালকে এগিয়ে দেন। তবে এরপরই ম্যাচের নিয়ন্ত্রণ নেয় ইন্টার মায়ামি। ৩৩তম মিনিটে তাদেও আলেন্দে মেসির পাস থেকে সমতা ফেরান।

৪০তম মিনিটে লুইস সুয়ারেজের হেড পাস থেকে বল পেয়ে মেসি দুই ডিফেন্ডারকে কাটিয়ে বাঁ পায়ের কার্লিং শটে গোল করে দলকে ২-১ লিড এনে দেন। দ্বিতীয়ার্ধে ৬০ মিনিটে তেলাস্কো সেগোভিয়া দুর্দান্ত শটে স্কোরলাইন করেন ৩-১। মাত্র দুই মিনিট পর আবারও সুয়ারেজের পাসে বল পেয়ে মেসি একক প্রচেষ্টায় গোলরক্ষককে পরাস্ত করে নিজের দ্বিতীয় ও দলের চতুর্থ গোলটি করেন।

ম্যাচের বাকি সময় ছিল কেবল আনুষ্ঠানিকতা। মন্ট্রিয়াল আর ঘুরে দাঁড়াতে পারেনি। ৪-১ ব্যবধানে জয় নিশ্চিত করে ইন্টার মায়ামি। এই জয়ে ১৭ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে তারা এমএলএস টেবিলের শীর্ষে অবস্থান করছে।

মেসি এখন পর্যন্ত ১৪ ম্যাচে ১২ গোল করেছেন এবং শেষ চার ম্যাচে করেছেন ৭টি গোল। তিনি যেন আবারও প্রমাণ করলেন—ফুটবল শুধু খেলা নয়, তার হাতে তা হয়ে ওঠে শিল্প।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন