বাছাই পর্বে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে এশিয়ান কাপে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৫ জুলাই ২০২৫, ০৯:৩০ পিএম

ছবি- সংগৃহীত
এশিয়ান কাপের বাছাই পর্বে ‘সি’ গ্রুপে অসাধারণ খেলোয়াড়ী নৈপুণ্য দেখিয়ে প্রথমবারের মতো মূল পর্বে জায়গা করে নিয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। শনিবার তুর্কমেনিস্তানকে ৭-০ গোলে উড়িয়ে দিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে তারা নিশ্চিত করেছে ২০২৬ সালের এএফসি এশিয়ান কাপে অংশগ্রহণ।
এই জয় আগেই নিশ্চিত হওয়া মূল পর্বের টিকিটকে আরও জাঁকজমকপূর্ণ করে তোলে। এর আগে বাহরাইনের বিপক্ষে ৭-০ গোলের জয় এবং মিয়ানমারের বিপক্ষে ২-১ গোলের জয় দলটিকে অপরাজিত হিসেবে চ্যাম্পিয়নের মর্যাদা দেয়।
তুর্কমেনিস্তানের বিপক্ষে ম্যাচের শুরু থেকেই ছিল বাংলাদেশ দলের দাপট। ম্যাচের তৃতীয় মিনিটেই গোল করে দলকে এগিয়ে দেন স্বপ্না। এরপর ৬ ও ১৩ মিনিটে জোড়া গোল করেন শামসুন্নাহার। ১৬ মিনিটে গোল করেন মনিকা, ১৭ মিনিটে ঋতুপর্ণা এবং ২০ মিনিটে তহুরা গোল করে স্কোরলাইন দাঁড় করান ৬-০। ম্যাচের ৪০ মিনিটে কর্নার থেকে পাওয়া বলে বাঁ পায়ে দুর্দান্ত গোল করেন ঋতুপর্ণা, যা তার দ্বিতীয় গোল এবং ম্যাচের শেষ গোল।
বিরতির আগেই ৭-০ গোলে এগিয়ে থাকা দলটি দ্বিতীয়ার্ধে কিছুটা ছন্দ হারালেও রক্ষণভাগ সুরক্ষিত রেখে জয় নিশ্চিত করে। তুর্কমেনিস্তানের গোলরক্ষক দ্বিতীয়ার্ধে আর কোনো ভুল না করায় ব্যবধান বাড়ানো যায়নি, তবে জয় ছিল একতরফা ও স্বস্তিদায়ক।
অস্ট্রেলিয়ায় ২০২৬ সালে অনুষ্ঠেয় এএফসি এশিয়ান কাপে এবারই প্রথমবার মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ নারী দল, যা দেশের ফুটবল ইতিহাসে এক নতুন অধ্যায় রচনা করল। যদি আপনি খেলোয়াড়দের প্রোফাইল বা দল বিশ্লেষণও চান, আমি তাও করে দিতে পারি।