Logo
Logo
×

খেলা

ভারত সিরিজ ‘স্থগিত’, বিসিবির মিডিয়া স্বত্ব বিক্রিতে বড় ধাক্কা

Icon

স্পোর্টস ডেস্ক :

প্রকাশ: ০৪ জুলাই ২০২৫, ০২:৪৬ পিএম

ভারত সিরিজ ‘স্থগিত’, বিসিবির মিডিয়া স্বত্ব বিক্রিতে বড় ধাক্কা

ফাইল ছবি

আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তবে আগস্টে ভারতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফরে না আসার বিষয়টি একপ্রকার নিশ্চিত হয়ে গেছে। আগামী সপ্তাহেই এ বিষয়ে আসতে পারে চূড়ান্ত ঘোষণা। স্থগিত সিরিজটি কবে হবে তারও সুনির্দিষ্ট রূপরেখা বাংলাদেশ (বিসিবি) ও ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) দাঁড় করাতে পারেনি।

ভারতের বিপক্ষে সিরিজ স্থগিত হওয়ায় বিসিবির আয়ের মূল উৎস মিডিয়া স্বত্বে বড় ধরনের ধাক্কা লাগতে চলেছে। বিসিবির পরিকল্পনা ছিল চলতি বছরের জুলাই থেকে ২০২৭ সালের জুন পর্যন্ত আইসিসির এফটিপি পর্যন্ত দুই বছরের জন্য মিডিয়া স্বত্ব বিক্রি করা।

এফটিপিতে ভারতের বিপক্ষে সিরিজ থাকায় মিডিয়া স্বত্বের বিজ্ঞপ্তিতে নিলামে ভালো দাম ওঠার সম্ভাবনা ছিল। কিন্তু ভারত সিরিজ অনির্দিষ্টকালের জন্য স্থগিত হতে যাওয়ায় ভিন্নপথে হাঁটতে হচ্ছে বিসিবির। জুলাইয়ে ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলবে বাংলাদেশ। আপাতত ওই তিন ম্যাচের জন্য মিডিয়া স্বত্ব বিক্রি করতে যাচ্ছে বিসিবি।

এর মধ্যে বিসিসিআই-এর থেকে সিরিজের বিষয়ে ধারণা পেলে পরবর্তী পদক্ষেপ নেবে বিসিবি। সংবাদ মাধ্যম ক্রিকবাজকে বিসিবির একজন কর্মকর্তা বিষয়টি নিয়ে বলেছেন, ‘ভারত সিরিজের সূচি এখনো ঠিক হয়নি। বিসিসিআই জানিয়েছে, তাদের পক্ষে আগস্টে বাংলাদেশ সফর করা কঠিন।’ বিসিবি’র সভাপতি আমিনুল ইসলাম বুলবুলও সম্প্রতি সংবাদ মাধ্যমকে বলেছেন- আগস্টে ভারত সিরিজ নিয়ে অনিশ্চয়তা আছে। 

মিডিয়া স্বত্ব বিক্রি প্রসঙ্গে বিসিবির এক কর্মকর্তা ক্রিকবাজকে বলেন, ‘আমরা বাজার গবেষণা করতে সময় নেব। তাড়াহুড়োর কিছু নেই। আমরা (ভিন্ন ভিন্ন সিরিজের জন্য) ভিন্ন ভিন্ন চুক্তি করতে পারি।’ মিডিয়া স্বত্বের বিষয়ে ভারতীয় সম্প্রচার প্রতিষ্ঠান ক্রিকবাজকে বলেছে, ‘তারা (বিসিবি) জানিয়েছে, আপাতত ভারত সিরিজ হচ্ছে না। মিডিয়া স্বত্বের বিজ্ঞপ্তি দিলেও টেন্ডার আহ্বানপত্র গ্রহণ করছে না। আপাতত পাকিস্তান সিরিজের মিডিয়া স্বত্ব বিক্রির সিদ্ধান্ত নিয়েছে।’

বিসিবি ভারত সিরিজ বাদ দিয়ে মিডিয়া স্বত্ব বিক্রি করায় ভারত সিরিজের কপালে গাঢ়ো মেঘের আঁচ করা যাচ্ছে। ক্রিকবাজ দাবি করেছে, নিকট প্রতিবেশী হিসেবে বাংলাদেশের (অন্তবর্তীকালীন সরকার) সঙ্গে ভারতের সম্পর্ক ভালো পর্যায়ে না থাকায় সরকারের নির্দেশনায় বিসিসিআই বাংলাদেশ সিরিজ অর্দিষ্টকালের জন্য স্থগিতের পথে হাঁটছে। খুব তাড়াতাড়ি এই সিরিজ মাঠে গড়ানোর সম্ভাবনা নেই।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন