প্রথম ওয়ানডেতে বাংলাদেশ দলে তিন পেসার, তানভীরের অভিষেক
স্পোর্টস ডেস্ক :
প্রকাশ: ০২ জুলাই ২০২৫, ০৩:০১ পিএম
ছবি - স্পিনার তানভীর ইসলাম
তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে শ্রীলঙ্কার বিপক্ষে টস হেরেছে বাংলাদেশ। টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন লঙ্কান অধিনায়ক চারিথ আশালঙ্কা। এই ম্যাচ দিয়ে বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক হিসেবে অভিষেক হয়েছে মেহেদী হাসান মিরাজের।
অভিষেকে তিন পেসার- তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও তানজিম হাসান সাকিবকে নিয়ে একাদশ সাজিয়েছেন মিরাজ। নাঈম শেখের পরিবর্তে ওপেনিংয়ের জন্য রেখেছেন পারভেজ হোসেন ইমনকে। তানজিদ হাসান তামিমের সঙ্গে ইনিংস ওপেন করবেন তিনি।
এই ম্যাচ দিয়ে অভিষেক হয়েছে বাঁহাতি স্পিনার তানভীর ইসলামের। জাতীয় দলের হয়ে ৬টি টি-টোয়েন্টি খেলা এই স্পিনার আজ বুধবার প্রথম ওয়ানডে ক্যাপ পরেছেন।



