ছবি- সংগৃহীত
অবশেষে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) দিয়েছে বহুল প্রত্যাশিত ঘোষণা। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ২০২৫-২৬ আসর আয়োজন করা হবে ডিসেম্বর-জানুয়ারি মাসে, মে মাস নয়। এই সিদ্ধান্তের পেছনে রয়েছে আসন্ন জাতীয় নির্বাচন, যার কারণে সময়সূচি নির্ধারণ নিরাপত্তা পরিস্থিতির ওপর নির্ভর করবে।
ফ্র্যাঞ্চাইজির নতুন রূপ বিসিবি এবার বিপিএলকে সাজাতে চায় সম্পূর্ণ নতুন কাঠামোতে। পাঁচ বছরের জন্য ফ্র্যাঞ্চাইজি বরাদ্দ দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রথমবারের মতো আন্তর্জাতিক ফ্র্যাঞ্চাইজিদের অংশগ্রহণের সুযোগ থাকছে, তবে তাদের অবশ্যই নির্ধারিত মানদণ্ড পূরণ করতে হবে। এ বিষয়ে একটি নতুন আর্থিক ও বাণিজ্যিক মডেল তৈরিতে কাজ করছে স্পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানির সহায়তায়।এবার দল নির্বাচনে কঠোরতা আনার ঘোষণা দিয়েছে বোর্ড। কেবল মানদণ্ড পূরণকারী প্রতিষ্ঠানগুলোকেই আসরে অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে। ফলে দল সংখ্যা এখনও নির্ধারিত হয়নি।
এবার অভ্যন্তরীণ কর্মকর্তাদের বাইরে গিয়ে বাইরের বিশেষজ্ঞদের অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি, স্বচ্ছতা ও কার্যকারিতা বাড়ানোর লক্ষ্যে। সভাপতি আমিনুল ইসলাম জানিয়েছেন, এই পদক্ষেপ নেওয়া হয়েছে যেন বিপিএল আন্তর্জাতিক মানের একটি লিগে রূপ নেয়।
ভেন্যুতে নতুনত্ব আলোচনা হয়েছে নতুন মাঠ যুক্ত করার বিষয়েও। পূর্বাচলের দুটি মাঠ আপগ্রেড করে বিপিএল ভেন্যু হিসেবে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে একটি হাইপারফরম্যান্স সেন্টার প্রতিষ্ঠার কাজও চলছে।
আরএস/



