আল হিলালের কাছে হেরে ক্লাব বিশ্বকাপ থেকে বিদায় ম্যানসিটির
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০১ জুলাই ২০২৫, ১১:৫৩ এএম
ছবি- সংগৃহীত
সৌদি আরবের ক্লাব আল হিলালের কাছে হেরে ক্লাব বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার সিটি। সোমবার অনুষ্ঠিত ম্যাচে ৪-৩ গোলের নাটকীয় হারে চমকে গেছে ফুটবলবিশ্ব।
ম্যাচের শুরুতেই নবম মিনিটে বের্নার্দো সিলভার গোলে এগিয়ে যায় ম্যানসিটি। তবে দ্বিতীয়ার্ধে আল হিলালের পক্ষে মার্কোস লিওনার্দো এবং মালকম গোল করে দলকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন। ম্যাচে সমতা ফেরান আর্লিং হালান্ড, অতিরিক্ত সময়ে কুলিবালি ও ফোডেনের গোলে স্কোর দাঁড়ায় ৩-৩। কিন্তু শেষ মুহূর্তে আবারও লিওনার্দোর গোলে জয় নিশ্চিত করে আল হিলাল।
আল হিলালের গোলরক্ষক ইয়াসিন বোনু পুরো ম্যাচে ১০টি সেভ করে দুর্দান্ত পারফরম্যান্স দেখান। তার নেতৃত্বেই রক্ষা পায় দলটি। এ ম্যাচে বল দখলে ৬৯ শতাংশ সময় এগিয়ে ছিল ম্যানসিটি। ৩০টি শট নেওয়া সত্ত্বেও তারা জয় পায়নি। অন্যদিকে আল হিলাল ৬টি লক্ষ্যমুখী শট নিয়ে ৪টি গোল করে কার্যকারিতা দেখিয়ে দেয়।
ইউরোপীয় প্রতিপক্ষের বিপক্ষে ফিফার অফিসিয়াল টুর্নামেন্টে জয় পাওয়া প্রথম এশিয়ান ক্লাব হিসেবে ইতিহাস গড়েছে আল হিলাল। কোয়ার্টার ফাইনালে তারা মুখোমুখি হবে ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনেন্সের।
বিশ্লেষকরা বলছেন, এই জয় সৌদি ফুটবলের জন্য এক নতুন যুগের সূচনা—যেখানে কৌশল, সাহস এবং দৃঢ়তা একত্র হয়ে ইতিহাস রচনা করেছে।
আরএস/



