মেসির মিয়ামিকে উড়িয়ে ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে পিএসজি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ৩০ জুন ২০২৫, ১২:৩০ পিএম
ছবি- সংগৃহীত
আবারও ব্যর্থ হলেন লিওনেল মেসি। ক্লাব বিশ্বকাপের শেষ ষোলোতে ইন্টার মিয়ামির বিপক্ষে একচেটিয়া আধিপত্য দেখিয়ে দুর্দান্ত জয় পেল পিএসজি। এই ম্যাচে ফরাসি চ্যাম্পিয়নরা ৪-০ গোলের বড় ব্যবধানে ইন্টার মিয়ামিকে হারিয়ে কোয়ার্টার ফাইনালের টিকিট কেটেছে।
ম্যাচের ৬ষ্ঠ মিনিটেই ভিতিনিয়ার ফ্রি-কিক থেকে জোয়াও নেভেসের দুর্দান্ত হেডে এগিয়ে যায় পিএসজি। ৩৯তম মিনিটে বুসকেটসের বল হারানোর সুযোগে নেভেস নিজের দ্বিতীয় গোলটি করেন। তৃতীয় গোলটি আসে টমাস অ্যাভিলেসের আত্মঘাতী ভুল থেকে। হাকিমি প্রথমে বল ক্রসবারে মারলেও পুনরায় শটে বল জালে পাঠিয়ে চতুর্থ গোলটি করেন।
মেসি কয়েকটি দারুণ পাস দেন, কিন্তু ইন্টার মিয়ামির আক্রমণভাগ তা কাজে লাগাতে ব্যর্থ হয়। একবার সুয়ারেজকে চমৎকার পাস দিলেও গোল আসেনি। এরপর ফ্রি-কিক থেকে গোলের সুযোগ পেলেও মেসির শট দেয়ালেই লেগে ফিরে আসে।
গ্যালারির ৬৬ হাজার দর্শকের অধিকাংশই মেসির নাম ধরে চিৎকার করছিলেন, অনেকেই পরে ছিলেন গোলাপি ইন্টার মিয়ামি বা আর্জেন্টিনার জার্সি। যদিও মেসি কিছু দারুণ পাস দেন—একবার সুয়ারেজকে, আরেকবার ফ্রি-কিক থেকে চেষ্টা করেছিলেন—তবুও তার দল গোলের দেখা পায়নি।
আরএস/



