শ্রীলঙ্কার মিডলঅর্ডারে গুরুত্বপূর্ণ ব্যাটার কামিন্দু মেন্ডিস। দেখেশুনে বেশ ভালো রান তুলতে পারেন। যে কারণে তাকে নিয়ে বাড়তি ভাবনা ছিল বাংলাদেশের। অবশেষে সফরকারীদের চিন্তামুক্ত করেছেন নাঈম হাসান। ইনিংসের ৯৯তম ওভারের পঞ্চম বলে বাঁহাতি লঙ্কান ব্যাটারকে বোল্ড করে দিয়েছেন ডানহাতি টাইগার স্পিনার। ৪১ বলে ৩৩ রান করে সাজঘরে ফেরেন কামিন্দু।
এ সময় শ্রীলঙ্কার সংগ্রহ ১০০ ওভারের খেলা শেষে ৬ উইকেটে ৩৮৭ রান। কুশল মেন্ডিস ৩৪ আর সোমাল দিনুশা ২ রানে অপরাজিত। প্রথম ইনিংসে লঙ্কানদের লিড এখন ১৪০ রানের।



