ছবি- সংগৃহীত
বিশ্বের অন্যতম সেরা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো নতুন করে চুক্তিবদ্ধ হয়েছেন সৌদি প্রো লিগের ক্লাব আল নাসর-এর সঙ্গে। ক্লাব কর্তৃপক্ষ বৃহস্পতিবার এক অফিসিয়াল বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।
২০২২ সালের ডিসেম্বরে রোনালদো যোগ দেন আল নাসরে, রেকর্ড ২০০ মিলিয়ন মার্কিন ডলারের এক অভূতপূর্ব চুক্তিতে। সেই চুক্তির মেয়াদ চলতি মাসে শেষ হওয়ার কথা ছিল। তবে চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই দুই বছরের নতুন চুক্তিতে পৌঁছেছে দু’পক্ষ।
গত মাসে আল ফাতেহর বিপক্ষে হারের পর নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে রোনালদো লেখেন— "এই অধ্যায় শেষ। তবে গল্প? এখনও লেখা চলছে। সবার প্রতি কৃতজ্ঞতা।" এই পোস্ট ঘিরে শুরু হয় জল্পনা—আল নাসর ছেড়ে দিচ্ছেন রোনালদো? তবে নতুন চুক্তির খবরে মিলেছে সে গুঞ্জনের ইতি।
রোনালদোর প্রতিক্রিয়া নতুন চুক্তির পর নিজের অনুভব শেয়ার করতে গিয়ে রোনালদো লিখেছেন: "একটি নতুন অধ্যায় শুরু হচ্ছে। একই আবেগ, একই স্বপ্ন। চলো একসঙ্গে ইতিহাস গড়ি।"
আল নাসরের সমর্থকদের জন্য এক বিশাল স্বস্তির খবর এটি, কারণ রোনালদোর উপস্থিতিই দলের ব্র্যান্ড, সামর্থ্য ও সাফল্যের প্রতীক হয়ে উঠেছে। নতুন অধ্যায় কেমন হয় সেটাই এখন দেখার অপেক্ষা।
আরএস/



