ছবি - তাইজুল ইসলাম
অভিষিক্ত বাঁহাতি স্পিনার সোনাল দিনুশাকে উড়িয়ে মারতে গিয়ে মিডউউকেটে দিনেশ চান্ডিমালকে ক্যাচ দিয়েছেন তাইজুল ইসলাম। বাংলাদেশের প্রথম ইনিংস থামল ২৪৭ রানে।
তাইজুল ফিরেছেন ৩৩ রান করে। বাংলাদেশের ইনিংসে এটি পঞ্চম ৩০ ছাড়ানো ইনিংস। তবে সর্বোচ্চ ইনিংসটা ৪৬ রানের, খেলেছেন ওপেনার সাদমান ইসলাম। বাংলাদেশ দিন শুরু করেছিল ৮ উইকেটে ২২০ রান নিয়ে।



