কলম্বো টেস্টের প্রথম দিনের মধ্যাহ্নবিরতি থেকে ফিরেই দুই উইকেট হারিয়ে ফেলেছে বাংলাদেশ। মাত্র ২ রানের ব্যবধানে সেট ব্যাটার নাজমুল হোসেন শান্ত ও সাদমান ইসলামের উইকেট খুইয়ে হঠাৎ বিপদে পড়েছে সফরকারীরা।
২ উইকেটে ৭১ রান নিয়ে লাঞ্চবিরতিতে গিয়েছিল বাংলাদেশ। এরপর ফিরে এসে দলীয় স্কোরকার্ডে ৩ রান যোগ করতেই আউট হয়ে যান শান্ত। ৩১ বলে ৮ রান করে লঙ্কান পেসার ভিশ্ব ফার্নান্দোর বলে উইকেটরক্ষক কুশল মেন্ডিসের হাতে ক্যাচ হন তিনি। অর্থাৎ দলীয় ৭৪ রানের মাথায় তৃতীয় উইকেট হারায় বাংলাদেশ।
এরপর ২ রান যোগ হতেই সাজঘরের পথ ধরেন সাদমান। লঙ্কান স্পিনার থারিন্দু রত্মায়েকের বলে ধনাঞ্জয়া ডি সিলভার হাতে ক্যাচ হন টাইগার সেট ব্যাটার। ৯৩ বলে ৪৬ রান করে ফেরেন সাদমান।
এই প্রতিবেদন লেখার সময় বাংলাদেশের সংগ্রহ ৩৩ ওভারের খেলা শেষে ৪ উইকেটে ৯০ রান। মুশফিকুর রহিম ৭ আর লিটন দাস ৮ রানে অপরাজিত।



